শনিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৪, ০৪:১৩ পূর্বাহ্ন

মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে

মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে

অনলাইন বিজ্ঞাপন

রামু প্রতিনিধি

মাদকের ব্যবহার বন্ধে সমন্বিতভাবে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে। মাদককে না বলতে হবে। মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে সামাজিক ভাবে প্রতিরোধ গড়ে তোলতে হবে।

সোমবার (৬ মার্চ) সকাল ১১টায় রামুতে মাদকদ্রব্যের অপব্যবহার রোধকল্পে সামাজিক আন্দোলন গড়ে তোলার জন্য সমন্বিত কর্মপরিকল্পনা প্রণয়নে কর্মশালায় বক্তারা এ কথা বলেন।

রামু উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত এ কর্মশালায় সভাপতিত্ব করেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাহমিদা মুস্তফা। স্বাগত বক্তৃতা করেন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, কক্সবাজার জেলা কার্যালয়ের উপ-পরিচালক মো. রুহুল আমিন।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগের উদ্যোগে এবং রামু উপজেলা প্রশাসন আয়োজিত কর্মশালায় বক্তব্য রাখেন- উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান আফসনা জেসমিন পপি, ভাইস চেয়ারম্যান মো. সালাহ উদ্দীন, রামু থানার অফিসার ইনচার্জ (ওসি) আনোয়ারুল হোসাইন, বিকেএসপি রামুর উপ-পরিচালক মো. মাহির উজ জামান, উপজেলা কৃষি কর্মকর্তা আবু মাসুদ সিদ্দিকী, কচ্ছপিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু মো. ইসমাইল নোমান, গর্জনিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুজিবুর রহমান বাবুল, দক্ষিণ মিঠাছড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান খোদেস্তা বেগম রীনা, রামু উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শামশুল আলম মন্ডল, রামু প্রেসক্লাব সাধারণ সম্পাদক সোয়েব সাঈদ, ইসলামিক ফাউন্ডেশন রামু উপজেলা সুপারভাইজার মো. সাইফুদ্দিন খালেদ, উপজেলা পল্লী সঞ্চয় ব্যাংক ব্যবস্থাপক মো. তৌহিদুল ইসলাম, রামু প্রেসক্লাবের সাবেক সভাপতি আমির হোসাইন হেলালী, মেরংলোয়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. ফরিদুল আলম, ইউপি সদস্য মোহাম্মদ কায়েস, বোরহান উদ্দীন রব্বানী, মনিরুল আলম, রুমা আকতার, সুফিয়া খাতুন, মাওলানা মো. তাজুল ইসলাম, নিকাহ ও তালাক রেজিস্ট্রার মো. আবুবক্কর ছিদ্দিকী প্রমুখ।


মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

নিবন্ধনের জন্য আবেদিত
Desing & Developed BY MONTAKIM