শুক্রবার, ২২ সেপ্টেম্বর ২০২৩, ০৭:৫৬ পূর্বাহ্ন

০৬ মার্চ ২০২৩;সংক্ষিপ্ত বিশ্ব সংবাদ

০৬ মার্চ ২০২৩;সংক্ষিপ্ত বিশ্ব সংবাদ

অনলাইন বিজ্ঞাপন

আমাদের চারপাশে অসংখ্য ঘটনা ঘটছে প্রতিদিন। এর মধ্যে হয়তো আলোচনায় আসে হাতেগোনা কিছু। তবে সময় ও পরিস্থিতির পরিপ্রেক্ষিতে গুরুত্বপূর্ণ হয়ে ওঠে বেশ কিছু বিষয়। এগুলো জানা না থাকলে অনেক ক্ষেত্রেই পিছিয়ে পড়তে হয়। এ কারণে বিশ্বের বিভিন্ন প্রান্তে ঘটে যাওয়া নানা ঘটনা থেকে সংক্ষেপে গুরুত্বপূর্ণ কিছু সংবাদ থাকছে জাগো নিউজের পাঠকদের জন্য-

ভারতে বার্ড ফ্লু: আপাতত মুরগি না খাওয়ার পরামর্শ বিশেষজ্ঞদের
বাংলাদেশ থেকে খুব বেশি দূরে নয় ঝাড়খণ্ড। ভারতের পশ্চিমবঙ্গ লাগোয়া রাজ্যটিতে দ্রুত ছড়িয়ে পড়ছে এইচ৫এন১ ভাইরাস বা বার্ড ফ্লু। এখন পর্যন্ত এতে কোনো মানুষ আক্রান্ত হওয়ার খবর পাওয়া না গেলেও তার ভয়ে হাঁস-মুরগি খাওয়া ঠিকই কমিয়ে দিয়েছেন স্থানীয়রা। তবে এই ভয়কে খারাপ বলতে নারাজ ভারতীয় বিশেষজ্ঞরা। তাদের মতে, কিছু দিন মুরগির মাংস না খেলে তেমন কোনো ক্ষতি হবে না। বরং রোগাক্রান্ত হওয়ার ঝুঁকি কমবে।

মুরগির দাম বাড়লো কলকাতায়ও
পশ্চিমবঙ্গে মঙ্গলবার (৭ মার্চ) বসন্ত উৎসব। গোটা রাজ্য মেতে উঠবে উৎসবের আনন্দে। কিন্তু তার আগেই নিরানন্দ সংবাদ। উৎসব সামনে রেখে কলকাতা ও তার আশপাশের শহরগুলোর বাজারে হঠাৎ বেড়েছে মুরগির দাম। প্রতিটি মুরগির দোকানেই উপচেপড়া ভিড়। কিন্তু দাম বেড়ে যাওয়ায় বিপাকে পড়েছেন মধ্যবিত্তরা।

তুরস্ক-সিরিয়ায় ভূমিকম্পের এক মাস: আজও নিখোঁজদের খুঁজে ফিরছেন স্বজনেরা
তুরস্ক-সিরিয়ায় শতাব্দীর ভয়াবহতম ভূমিকম্প আঘাত হানার এক মাস পূরণ হলো আজ। গত ৬ ফেব্রুয়ারি স্থানীয় সময় ভোর ৪টা ১৭ মিনিটে তীব্র ভূকম্পনে দুলে ওঠে তুরস্কের দক্ষিণ এবং সিরিয়ার উত্তর-পশ্চিমাঞ্চল। রিখটার স্কেলে সেই ভূমিকম্পের মাত্রা ছিল ৭ দশমিক ৮। এর কয়েক ঘণ্টা পরে ওই এলাকায় আবারও আঘাত হানে ৭ দশমিক ৬ মাত্রার আরেকটি ভূমিকম্প।

বিদেশে ১০ লাখ কোরআন বিতরণ করবে সৌদি আরব
আসন্ন রমজান মাসে বিদেশে ১০ লাখ কোরআন শরিফ বিতরণ করবে সৌদি আরব। এরই মধ্যে দেশটির বাদশাহ সালমান এই কার্যক্রমের অনুমোদন দিয়েছেন। প্রতিবেদনে বলা হয়, এই পদক্ষেপের অংশ হিসেবে বিভিন্ন সাইজের কোরআন বিতরণ করা হবে। তাছাড়া এসব কোরআন ৭৬টি ভাষায় অনুবাদ করা থাকবে।

কৌশলে গ্রেফতার এড়ালেন ইমরান খান
সাবেক প্রধানমন্ত্রী ও পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) চেয়ারম্যান ইমরান খান কৌশলে গ্রেফতার এড়ালেন। তোশাখানা মামলার জেরে ইমরান খানের লাহোরের জামান পার্কের বাসভবনে রোববার (৫ মার্চ) অভিযান চালায় ইসলামাবাদ পুলিশ। রোববার সকালেই ইসলামাবাদ পুলিশের একটি দল লাহোরে পৌঁছায়। এ খবর পেয়ে ইমরান খানের বাড়ি আগে থেকেই ঘিরে রাখে তার হাজার হাজার সমর্থক।

পাকিস্তানে আত্মঘাতী হামলায় ৯ সেনা নিহত
পাকিস্তানে একটি আত্মঘাতী হামলার ঘটনায় কমপক্ষে ৯ সেনা নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও বেশ কয়েকজন। দেশটির দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় বেলুচিস্তান প্রদেশে ওই হামলার ঘটনা ঘটেছে। সোমবার (৬ মার্চ) স্থানীয় পুলিশের মুখপাত্র ইজাজ আহমেদ বলেন, বিস্ফোরণে বেলুচিস্তান কন্সটাবুলারির কমপক্ষে ৯ প্যারামিলিটারি সেনা নিহত হয়েছেন।

ভারতসহ ৬ দেশের জন্য ভিসা প্রক্রিয়া সহজ করছে রাশিয়া
ভারত, সিরিয়া, ইন্দোনেশিয়াসহ ছয়টি দেশের জন্য ভিসা প্রক্রিয়া সহজ করছে মস্কো। রাশিয়ার উপ-পররাষ্ট্রমন্ত্রী ইভগেনি ইভানভকে উদ্ধৃত করে বার্তা সংস্থা তাস এ তথ্য জানিয়েছে। ইভানভ বলেন এ বিষয়ে ‘ভারত ছাড়াও অ্যাঙ্গোলা, ভিয়েতনাম, ইন্দোনেশিয়া, সিরিয়া এবং ফিলিপাইনের সঙ্গে কাজ করা হচ্ছে।’

মমতার পরিবারে অ্যাডিনোর হানা
ভয়ংকর হয়ে ওঠা অ্যাডিনোভাইরাস এবার হানা দিয়েছে খোদ পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জীর পরিবারে। পরিবারের এক সদস্য এতে আক্রান্ত হওয়ার কথা সোমবার (৬ মার্চ) নিজেই জানিয়েছে মুখ্যমন্ত্রী। তবে কে আক্রান্ত হয়েছেন তা পরিষ্কার বলেননি তৃণমূল সুপ্রিমো।

‘কারণ ছাড়াই’ চাকরি হারালেন জুম প্রেসিডেন্ট
বিশ্বের জনপ্রিয় ভিডিও কনফারেন্সিং প্ল্যাটফর্ম জুম সম্প্রতি ১৩০০ কর্মী ছাঁটাইয়ের ঘোষণা দেয়। এবার যোগাযোগ প্রযুক্তিবিষয়ক প্রতিষ্ঠানটির প্রেসিডেন্ট গ্রেগ টম্বকে বরখাস্ত করা হলো। কোনো ‘কারণ ছাড়াই’ টম্বের সঙ্গে চুক্তি বাতিল করেছে প্রতিষ্ঠানটি।

সূত্র-জাগোনিউজ


মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

নিবন্ধনের জন্য আবেদিত
Desing & Developed BY MONTAKIM