মঙ্গলবার, ২৫ মার্চ ২০২৫, ০৩:১৩ অপরাহ্ন
আলোকিত কক্সবাজার ডেক্স
মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত জামায়াতের আমির মতিউর রহমান নিজামীর আপিল মামলার নিষ্পত্তি আগামী ১৫ ডিসেম্বর সময়ের মধ্যে করা হবে বলে আশাব্যক্ত করেছেন এ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম।
সুপ্রিম কোর্টের নিজ কার্যালয়ে রবিবার দুপুরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ আশাবাদ প্রকাশ করেন।
এ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম বলেন, ‘এরই মধ্যে মতিউর রহমান নিজামীর আপিল মামলার বেশ কয়েকদিন শুনানি হয়েছে। চলতি সপ্তাহেও শুনানি হবে। সুপ্রিম কোর্টের অবকাশ শুরু হওয়ার আগেই অর্থাৎ ১৫ ডিসেম্বর সময়ের মধ্যে এ শুনানি শেষ হবে।’
‘আসামি পক্ষের শুনানির পর রাষ্ট্রপক্ষ শুনানি করবে। এতে আমি বেশি সময় নেব না— এটা আমার প্রত্যাশা। তবে যদি এর মধ্যেই অন্য কোনো মামলা এসে যায় তাহলে ভিন্ন কথা,’ যোগ করেন তিনি।
সালাউদ্দিন কাদের চৌধুরী ও আলী আহসান মোহাম্মদ মুজাহিদের ফাঁসি কার্যকর করায় পুরো জাতি স্বস্তিবোধ করছে বলেও জানান এ্যাটর্নি জেনারেল।
প্রসঙ্গত, মতিউর রহমান নিজামীর বিরুদ্ধে আনা হত্যা, বুদ্ধিজীবী গণহত্যা, ধর্ষণ, লুন্ঠন, দেশত্যাগে বাধ্য করা, আটক, নির্যাতনসহ ১৬টি অভিযোগের মধ্যে ৮টি প্রমাণিত হয়। এর চারটি অভিযোগে ২০১৪ সালের ২৯ অক্টোবর তাকে মৃত্যুদণ্ডাদেশ দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।
এই রায়ের পর নিজেকে নির্দোষ দাবি করে ২৩ নভেম্বর মতিউর রহমান নিজামী আপিল করেন।
দ্য রিপোর্ট
মন্তব্য করুন