বুধবার, ২৭ সেপ্টেম্বর ২০২৩, ০৫:২২ অপরাহ্ন

উখিয়ায় ২০ রোহিঙ্গা আটক

উখিয়ায় ২০ রোহিঙ্গা আটক

অনলাইন বিজ্ঞাপন

ছবি-সংগ্রহীত।

 

কক্সবাজারের উখিয়ায় মরিচ্যাবাজার থেকে ২০ রোহিঙ্গাকে আটক করেছেন র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)-১৫-এর সদস্যরা।

গতকাল রোববার রাত সাড়ে ১১টার দিকে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন র‍্যাব-১৫-এর অতিরিক্ত পুলিশ সুপার ও সিনিয়র সহকারী পরিচালক (আইন ও গণমাধ্যম) মো. আবু সালাম চৌধুরী। গতকাল সন্ধ্যা ৬টার দিকে তাদের আটক করা হয় বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

আটকরা হলেন বশির আহম্মদ (৬০), সাব্বির হোসেন (৪৪), আবুল মনসুর (৩৮), নজু মিয়া (৭০), মো. আয়াছ (৩৪), নূর মোহাম্মদ (৬২), সলিম উল্লাহ (৪৫), আবু তাহের (৫০), সোনা আলী (৬৫), মো. সায়দ (১১), আলী হোসেন (৬০), রশিদ আহম্মদ (৬৪), সাইদুর রহমান (৪০), সৈয়দ হোসেন (৫০), আমীর হোসেন (৬০), রশিদ উল্লাহ (৩৫), আমান উল্লাহ (৩৫), আবদুর রহমান (৬০), আবদুল হামিদ (৬৩) ও মো. সেলিম (৪২)।

মো. আবু সালাম চৌধুরী জানান, উখিয়ার কুতুপালংসহ বিভিন্ন ক্যাম্প থেকে কৌশলে অবৈধভাবে বের হয়ে তারা কক্সবাজার জেলা শহরসহ দেশের বিভিন্ন অঞ্চলে চলে যাওয়ার উদ্দেশ্যে মরিচ্যাবাজার গরুর হাটে জড়ো হয়েছিলেন। এ সংবাদের ভিত্তিতে ওই স্থানে গিয়ে তাদের আটক করা হয়। পরে তাদের উখিয়া থানায় সোপর্দ করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটকরা নিজেদের রোহিঙ্গা স্বীকার করে বলেন, পার্শ্ববর্তী দেশ মিয়ানমার থেকে কোনো পাসপোর্ট, বৈধ কাগজপত্র ছাড়া বাংলাদেশে অনুপ্রবেশ করেছিলেন তারা। এরপর কক্সবাজারের উখিয়া কুতুপালং, থ্যাইংখালীসহ বিভিন্ন ক্যাম্পে পরিবার-পরিজন নিয়ে অবস্থান করছিলেন।

সূত্র-কালেরকণ্ঠ


মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

নিবন্ধনের জন্য আবেদিত
Desing & Developed BY MONTAKIM