বুধবার, ২৭ সেপ্টেম্বর ২০২৩, ০৬:০৬ অপরাহ্ন

জয় পেয়েছে ম্যানসিটি

জয় পেয়েছে ম্যানসিটি

অনলাইন বিজ্ঞাপন

সংগৃহীত ছবি

 

 

ইংলিশ প্রিমিয়ার লিগে জয় পেয়েছে ম্যানচেস্টার সিটি। শনিবার রাতে ফিল ফোডেন ও বার্নার্ডো সিলভার গোলে ২-০ গোলে তারা হারিয়েছে নিউক্যাসেল ইউনাইটেডকে। নিউক্যাসেলের বিপক্ষে ম্যাচের ১৫ মিনিটেই এগিয়ে যায় পেপ গার্দিওলার শিষ্যরা।

ঘরের মাঠ ইতিহাদ স্টেডিয়ামে এ সময় মৌসুমের শুরুতে ইনজুরিতে পড়া ফিল ফোডেন নিউক্যাসেলের রক্ষণভাগের চারজন খেলোয়াড়কে কাটিয়ে দারুণ এক গোল করেন। এটা ছিল ম্যানসিটির হয়ে সব ধরনের প্রতিযোগিতায় তৃতীয় ম্যাচে তার চতুর্থ গোল। তার গোলে এগিয়ে থেকেই প্রথমার্ধের খেলা শেষ করে স্কাই ব্লুজরা।

বিরতির পর ৬৫ মিনিটে মাঠে নামেন বার্নার্ডো সিলভা। ৬৭ মিনিটে তিনি গোল করে ব্যবধান ২-০ করেন। তাকে গোলে সহায়তা করেন আর্লিং হালান্ড। শেষ পর্যন্ত ২-০ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে হালান্ড-ফোডেনরা।

এই জয়ে আর্সেনালের ওপর চাপ তৈরি করে রাখল তারা। ২৬ ম্যাচ থেকে ৫৮ পয়েন্ট নিয়ে ম্যানসিটি আছে দ্বিতীয় স্থানে। এক ম্যাচ কম খেলা আর্সেনাল ৬০ পয়েন্ট নিয়ে আছে শীর্ষে। আজ রাতে তারা জয় পেলে ম্যানসিটির সঙ্গে পয়েন্ট ব্যবধান বেড়ে হবে ৫।

সূত্র-কালেরকণ্ঠ


মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

নিবন্ধনের জন্য আবেদিত
Desing & Developed BY MONTAKIM