বৃহস্পতিবার, ২১ সেপ্টেম্বর ২০২৩, ০৭:২১ অপরাহ্ন

জেনে নিন বাংলাদেশসহ অন্যান্য দেশের হজ ব্যয় কত

জেনে নিন বাংলাদেশসহ অন্যান্য দেশের হজ ব্যয় কত

অনলাইন বিজ্ঞাপন

ফাইল ছবি।

 

 

করোনা-পরবর্তী সময়ে এবারই প্রথম সর্ববৃহৎ হজ অনুষ্ঠিত হতে যাচ্ছে। প্রতিবছর বাংলাদেশসহ এশিয়ার চারটি দেশ থেকে বেশিসংখ্যক মানুষ হজ পালনের সুযোগ পান। দেশগুলো হলো ইন্দোনেশিয়া, পাকিস্তান, ভারত ও বাংলাদেশ। তবে অন্যবারের চেয়ে এবার বেশি অর্থ খরচ করতে হবে হজযাত্রীদের।

বাংলাদেশ : এবার সরকারিভাবে হজ পালনে খরচ হবে ছয় লাখ ৮৩ হাজার ১৫ টাকা (ছয় হাজার ৩৮৩ ডলার)। বেসরকারিভাবে হজ পালনে সর্বনিম্ন খরচ ধরা হয়েছে ছয় লাখ ৭২ হাজার ৬১৮ টাকা (ছয় হাজার ২৮৬ ডলার)। ধর্ম মন্ত্রণালয়ের হজ পোর্টালের তথ্য অনুসারে, ৪ মার্চ পর্যন্ত হজের নিবন্ধন করেছেন ৪৩ হাজার ৯৩২ জন। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় আট হাজার ২৪ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় ৩৫ হাজার ৯০৮ জন নিবন্ধন করেছেন। বাংলাদেশ থেকে এবারের হজে অংশ নিতে পারবেন এক লাখ ২৭ হাজার ১৯৮ জন। বর্ধিত সময় অনুযায়ী আগামী ৭ মার্চ হজের নিবন্ধনের সময় শেষ হলেও এখন পর্যন্ত মাত্র ৩৪.৫৩ শতাংশ নিবন্ধন সম্পন্ন করেছেন। সেই হিসাবে বাংলাদেশের হজ কোটার অর্ধেক পূরণ হওয়ার সম্ভাবনা খুব কম।

ইন্দোনেশিয়া : জনসংখ্যার দিক থেকে বিশ্বের বৃহত্তম মুসলিম দেশ ইন্দোনেশিয়া। প্রতিবছর দেশটি থেকে সবচেয়ে বেশিসংখ্যক লোক হজ পালন করে থাকেন। এ বছর দেশটি থেকে হজে অংশ নেবেন আনুমানিক দুই লাখ ২১ হাজার জন। ইন্দোনেশিয়াভিত্তিক সংবাদমাধ্যম বিজনেস পোস্ট সূত্রে জানা যায়, আনুষ্ঠানিক ঘোষণা না এলেও ইন্দোনেশিয়া থেকে হজের আনুমানিক খরচ ধরা হয়েছে ৪৯.৮ মিলিয়ন ইন্দোনেশিয়ান রুপিয়াহ (তিন হাজার ২৮১ ডলার), যা গত বছর ছিল ৩৯.৮৯ মিলিয়ন ইন্দোনেশিয়ান রুপিয়াহ। এশিয়ার দেশগুলোর মধ্যে দেশটির হজযাত্রীদের সবচেয়ে কম অর্থ ব্যয় হয় বলে মনে করা হয়। তা ছাড়া সরকারের হজ ফান্ড ম্যানেজমেন্ট এজেন্সি থেকে ভর্তুকিও দেওয়া হয়।

মালয়েশিয়া : সিঙ্গাপুরভিত্তিক ভ্রমণবিষয়ক ওয়েবসাইট উইগো সূত্রে জানা যায়, এবারের হজে মালয়েশিয়া থেকে হজে অংশ নেবেন আনুমানিক ৩১ হাজার ৬০০ জন। দেশটির সংবাদমাধ্যম দ্য স্টার হজ ব্যবস্থাপনা পরিচালকের সূত্রে জানায়, এবারের হজের খরচ বেড়ে ৩১ হাজার রিঙ্গিত (ছয় হাজার ৯২৫ ডলার) হতে পারে, যা গত বছর ২৮ হাজার রিঙ্গিত (ছয় হাজার ২৫৫ মার্কিন ডলার) ছিল। অবশ্য দেশটির ধর্ম মন্ত্রণালয় প্রতিবছর হজের জন্য বিশাল পরিমাণ অর্থ ভর্তুকি দিয়ে থাকে।

ভারত : ভারত থেকে প্রতিবছর উল্লেখযোগ্যসংখ্যক মানুষ হজ পালন করেন। ভ্রমণবিষয়ক ওয়েবসাইট উইগো সূত্রে জানা যায়, এ বছর দেশটি থেকে হজ পালন করবেন আনুমানিক এক লাখ ৭৫ হাজার ২৪ জন। হজের খরচের আনুষ্ঠানিক ঘোষণা না এলেও সরকারিভাবে হজযাত্রীদের খরচ আনুমানিক তিন লাখ ৯৯ হাজার ৫০০ ভারতীয় রুপি (প্রায় চার হাজার ৮৮৯ ডলার) এবং বেসরকারিভাবে প্রায় ছয় লাখ রুপি। সংখ্যালঘুবিষয়ক মন্ত্রণালয়ের অনুমোদিত এজেন্সির মাধ্যমে বিভিন্ন প্রদেশ থেকে হজের নিবন্ধন করা যাবে।

পাকিস্তান : প্রতিবছর দেশটি থেকে উল্লেখযোগ্যসংখ্যক লোক হজ পালন করেন। এ বছর দেশটি থেকে হজে যাবেন আনুমানিক এক লাখ ৭৯ হাজার ২১০ জন। জিও টিভি সূত্রে জানা যায়, হজের খরচের আনুষ্ঠানিক ঘোষণা না হলেও তা আনুমানিক ১২ লাখ পাকিস্তানি রুপি (তিন হাজার ৫৮৯ ডলার) হতে পারে। বৈদেশিক মুদ্রার সংকট আরো বাড়লে খরচের পরিমাণ আরো বাড়তে পারে।

সূত্র-কালেরকণ্ঠ


মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

নিবন্ধনের জন্য আবেদিত
Desing & Developed BY MONTAKIM