বুধবার, ১৬ অক্টোবর ২০২৪, ০৬:৫২ পূর্বাহ্ন
এনএফ রাসেল, রামু।
রামু হাসপাতাল গেইটস্থ মাসুমিয়া ইসলামিয়া সুন্নিয়া দাখিল মাদ্রাসা হেফজখানা ও এতিমখানার বার্ষিক শিক্ষা সফর-২৩ সম্পন্ন হয়েছে। শনিবার (৪ মার্চ) দৃষ্টিনন্দন নাইক্ষ্যংছড়ি উপবন পর্যটন কেন্দ্রে এই শিক্ষা সফর অনুষ্ঠিত হয়।
দৃষ্টিনন্দন নাইক্ষ্যংছড়ি উপবন পর্যটন কেন্দ্রে সকালে ঝুলন্ত ব্রিজ, পানিতে বোট চালানো, দোলনায় চড়া, দৃষ্টিনন্দন বিভিন্ন স্থাপনা ও শিশু পার্ক উপভোগ করে বেশ আনন্দিত ছিল শিক্ষার্থীরা।
শিক্ষকরা জানান, শিক্ষাকে পাঠ্য বইয়ের মধ্যে সীমাবদ্ধ না রেখে ভ্রমণের মাধ্যমে তার বাস্তব রূপ শিক্ষার্থীদের মাঝে তুলে ধরার লক্ষ্যে এই শিক্ষা সফর।
দুপুর দুই টার দিকে মধ্যাহ্নভোজ শেষ করে অনুষ্ঠিত হয় ছাত্র-ছাত্রীদের নিয়ে বিভিন্ন প্রতিযোগিতা হয়। তন্মধ্যে বল পাস ছিল ছাত্রদের, বালিশ পাস ছিল ছাত্রীদের আর কুইজ প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন ছাত্র-ছাত্রী উভয়ে।
বালিশ পাসে কাউকাব মরিয়ম রুতবা প্রথম, নাজনীন শাওরিন মনি দ্বিতীয় ও উম্মে আইমন তৃতীয় স্থান অধিকার করে। ছেলেদের বল পাসে হাফেজ মোঃ ফরহাদ প্রথম, সাকিবুল হাসান দ্বিতীয়, আরিয়ানুল ইসলাম নিশান তৃতীয় স্থান অধিকার করে। কুইজ প্রতিযোগিতায় ১২ জন শিক্ষার্থীকে পুরস্কার প্রদান করা হয়।
সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত দীর্ঘ সময় শিক্ষার্থীরা নাইক্ষ্যংছড়ি উপবন লেকে অবস্থান করে এরপর মাদ্রাসায় পৌঁছে মাদ্রাসা সুপারিনটেনডেন্ট মাওলানা এস এম আবরারুল হক শিক্ষা সফরের সমাপ্তি ও সংরক্ষিত ছুটি থেকে একদিন এর ছুটি ঘোষণা করেন।
উক্ত শিক্ষা সফরে দুইশ’র অধিক মাদ্রাসা শিক্ষার্থী, অভিভাবক, শিক্ষক ও পরিচালকের উপস্থিত ছিলেন।
মন্তব্য করুন