রবিবার, ০৩ ডিসেম্বর ২০২৩, ০৭:৪৯ অপরাহ্ন
ফাইল ছবি।
।।ওয়াহিদ রুবেল।।
দেশের বিভিন্ন স্থান থেকে পর্যটন মৌসুম বা সাপ্তাহিক ছুটিতে বেড়াতে আসেন পর্যটকরা। কক্সবাজার বেড়াতে এসে সমুদ্রে গোসলে নামে তারা। কিন্তু অনেকের অজ্ঞতা কিংবা অসাবধানতার কারণে আনন্দ ভ্রমন হয়ে যায় বিষাদময়। এ অবস্থায় সৈকতে গোসলে নামার আগে কিছু নির্দেশনা মানার জন্য বলেছেন ট্যুরিস্ট পুলিশ।
ট্যুরিস্ট পুলিশ কক্সবাজার রিজিয়ন কর্তৃক গুরুত্বপূর্ণ কিছু নির্দেশনাঃ
সমুদ্রের পানিতে গোসলে নামার পূর্বে জোয়ারভাটার সময় এবং জায়গাটা গোসলের জন্য নিরাপদ কিনা বা সেখানে রিপ কারেন্ট বা গুপ্ত খাল আছে কিনা জেনে নিন।
সী-সেইফ লাইফগার্ড কর্মীগণ যেখানে ডিউটিরত রয়েছেন সেই স্থানগুলোর (লাল-হলুদ পতাকা সংবলিত স্থান) বাইরে পানিতে নামা থেকে বিরত থাকুন।
টিউব নিয়ে পানিতে নামার সময় অবশ্যই খেয়াল রাখতে হবে টিউবটা যেন বাতাসে ভেসে ভেসে মাঝ সমুদ্রের দিকে না নিয়ে যায়।
আপনার শিশুকে একা পানিতে ছাড়া থেকে বিরত থাকুন।
এছাড়াও কক্সবাজার সমুদ্র সৈকতে ভ্রমণরত পর্যটক ও দর্শনার্থীদের মাঝে জোয়ার-ভাটার সময়সূচি, বিপদজনক খাদ, উল্টো স্রোত, লাল পতাকা সংকেত ইত্যাদি বিষয়ে মাইকিং এর মাধ্যমে সচেতনতামূলক প্রচারণা চালিয়ে যাচ্ছেন ট্যুরিস্ট পুলিশ।
মন্তব্য করুন