বৃহস্পতিবার, ২১ সেপ্টেম্বর ২০২৩, ০৬:০৬ অপরাহ্ন
ছবি-সংগ্রহীত।
ভারতীয় বন পরিষেবা অফিসার সুসান্ত নন্দা। তিনি বন্য প্রাণী নিয়ে আকর্ষণীয় সব ভিডিও ও ছবি পোস্ট করার জন্য সুপরিচিত। সম্প্রতি তিনি একটি ‘কিং কোবরা’ সাপের দাঁড়িয়ে থাকার একটি ভিডিও পোস্ট করেছেন। যা ইন্টারনেট ব্যবহারকারীদের মধ্যে বেশ কৌতূহলের সৃষ্টি করেছে।
নন্দা সাপের এই ভিডিও পোস্ট করে একটি টুইট করেছেন। সেখানে তিনি বলেছেন, ‘কিং কোবরা আক্ষরিক অর্থে ‘দাঁড়াতে’ পারে এবং একজন পূর্ণ বয়স্ক ব্যক্তিকে চোখে দেখতে পারে। কোনো মানুষের মুখোমুখি হলে, তারা তার শরীরের এক-তৃতীয়াংশ মাটি থেকে তুলে নিতে পারে।’
ভিডিওতে দেখা যাচ্ছে, একটি বড় কিং কোবরা খাড়াভাবে দাঁড়িয়ে আছে। কাদা মাটিতে দাঁড়িয়ে মনে হচ্ছে কিছু একটা মাথা উঁচু করে দেখার চেষ্টা করছে। কিন্তু কী সেটা কেউ জানে না। ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করার পর থেকে টুইটারে এক লাখ ৫০ হাজারের বেশি ভিউ হয়। এনডিটিভির প্রতিবেদনে এমনটাই বলা হয়েছে।
একজন টুইট করে বলেছেন, ‘মানুষের মতো লম্বা এই বিশাল কিং কোবরার মুখোমুখি হওয়া একজন মানুষের জন্য বিপজ্জনক, তা ভিডিও দেখেই বোঝা যাচ্ছে। এই ভিডিও একজনের মেরুদণ্ড ঠাণ্ডা করে দেওয়ার জন্য যথেষ্ট।’
আরেকজন মন্তব্য করেছেন, ‘ভয়ংকর দৃশ্য।’
কিং কোবরা বিশ্বের সবচেয়ে বিষাক্ত সাপগুলোর মধ্যে একটি। তারা আকারেও বেশ লম্বা হয়। একটি প্রাপ্তবয়স্ক কিং কোবরা ১০ থেকে ১২ ফুট লম্বা এবং ওজন ২০ পাউন্ড (৯ কেজি) পর্যন্ত হতে পারে।
এক কামড়ে তারা যে পরিমাণ ‘নিউরোটক্সিন’ বা বিষ সরবরাহ করে, তা ২০ জন মানুষকে মারার জন্য যথেষ্ট।
সূত্র : দ্য বিজনেস স্ট্যান্ডার্ড, কালেরকণ্ঠ
মন্তব্য করুন