বুধবার, ২৭ সেপ্টেম্বর ২০২৩, ০৬:২৯ অপরাহ্ন

৩ মার্চ ২০২৩:সংক্ষিপ্ত বিশ্ব সংবাদ

৩ মার্চ ২০২৩:সংক্ষিপ্ত বিশ্ব সংবাদ

অনলাইন বিজ্ঞাপন

আমাদের চারপাশে অসংখ্য ঘটনা ঘটছে প্রতিদিন। এর মধ্যে হয়তো আলোচনায় আসে হাতেগোনা কিছু। তবে সময় ও পরিস্থিতির পরিপ্রেক্ষিতে গুরুত্বপূর্ণ হয়ে ওঠে বেশ কিছু বিষয়। এগুলো জানা না থাকলে অনেক ক্ষেত্রেই পিছিয়ে পড়তে হয়। এ কারণে বিশ্বের বিভিন্ন প্রান্তে ঘটে যাওয়া নানা ঘটনা থেকে সংক্ষেপে গুরুত্বপূর্ণ কিছু সংবাদ থাকছে জাগো নিউজের পাঠকদের জন্য-

মেয়েদের স্কুলে বিষপ্রয়োগ, মুখ খুললেন ইরানের প্রেসিডেন্ট

ইরানে বর্তমানে আলোচিত ইস্যু মেয়েদের স্কুলে বিষপ্রয়োগ। এরই মধ্যে দেশটিতে শত শত শিক্ষর্থী অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে। এ বিষয়ে এবার মুখ খুলেছেন দেশটির প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি। তিনি বলেছেন, বিষপ্রয়োগের ঘটনায় তেহরানের শত্রুরা জড়িত।

তুরস্কে ২ লাখের বেশি ভবন ক্ষতিগ্রস্ত: এরদোয়ান

গত মাসের শুরুর দিকে সাত দশমিক আট মাত্রার ভয়াবহ ভূমিকম্পে লন্ডভন্ড হয় তুরস্কের দক্ষিণাঞ্চল। এতে দেশটির দুই লাখ ১৪ হাজার ভবন ক্ষতিগ্রস্ত হয়। এসব ভবন হয় সম্পূর্ণভাবে ভেঙে পড়েছে, না হয় মারত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। শুক্রবার (৩ মার্চ) তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ান এ তথ্য জানান।

হুমকি উপেক্ষা করে যৌথ সামরিক মহড়া চালাবে যুক্তরাষ্ট্র-দ. কোরিয়া

উত্তর কোরিয়ার হুমকি উপেক্ষা করে চলতি মাসের শেষের দিকে যৌথ সামরিক মহড়া চালাতে যাচ্ছে যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়া। এর আগে এ ধরনের কার্যক্রমের বিরুদ্ধে নজিরবিহীন পদক্ষেপ নেওয়া কথা জানায় উত্তর কোরিয়া।

শান্তিতে নোবেল জয়ীর ১০ বছর কারাদণ্ড

বেলারুশে শান্তিতে নোবেল জয়ী অ্যালেস বিলিয়াতস্কিকে ১০ বছরের কারাদণ্ড দিয়েছেন দেশটির এক আদালত। বেলারুশের এই শীর্ষ মানবাধিকারকর্মী ২০২২ সালে শান্তিতে নোবেল পান।

২৫ ঘণ্টার যাত্রায় মহাকাশ স্টেশনে পৌঁছালো ৪ নভোচারী

স্পেসএক্সের ক্রুবাহী ড্র্যাগন ক্যাপসুল আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে পৌঁছেছে। ছয় মাসের মিশনের অংশ হিসেবে এতে যুক্তরাষ্ট্রের দুইজন, রাশিয়ার একজন, সংযুক্ত আরব আমিরাতের একজন নভোচারী রয়েছে।

ঘুরে দাঁড়াচ্ছেন আদানি

টানা কয়েক সপ্তাহের ধ্বংসযজ্ঞের পর একটু একটু করে ঘুরে দাঁড়াচ্ছেন ভারতীয় ধনকুবের গৌতম আদানি। বিতর্কের মুখে মাত্র এক মাসে ১৩ হাজার কোটি ডলারের বেশি সম্পদ হারানোর পর ফের বাড়তে শুরু করেছে আদানি গ্রুপের শেয়ারের দর। পাচ্ছে বিদেশি বিনিয়োগও।

নতুন করে ৭ হাজার দ্বীপের সন্ধান জাপানে

নতুন করে দ্বীপ গণনা করেছে জাপান। এতে আরও সাত হাজারের বেশি নতুন দ্বীপের সন্ধান পেয়েছে দেশটির কর্তৃপক্ষ, যা প্রত্যাশার চেয়ে অনেক বেশি। কল্পনাই করা হয়নি সেখানে এতগুলো দ্বীপের সন্ধান পাওয়া যেতে পারে।

ইউক্রেন যুদ্ধ নিয়ে মতৈক্য ছাড়াই শেষ হলো জি-২০ সম্মেলন

ইউক্রেন যুদ্ধ নিয়ে কোনো ধরনের মতৈক্য ছাড়াই শেষ হলো জি- ২০ জোটভুক্ত দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীদের সম্মেলন। ভারতে অনুষ্ঠিত এ সম্মেলনে বিনাশর্তে ইউক্রেন থেকে রুশ সেনা প্রত্যাহারের সম্মিলিত বিবৃতিতে সই করতে অস্বীকৃতি জানায় রাশিয়া ও চীন। ফলে এ বিষয়ে কোনো ঐকমত্যে পৌঁছানো সম্ভব হয়নি।

রাশিয়ায় উড়োজাহাজ প্রযুক্তি পাচার, গ্রেফতার ২

রপ্তানি নিয়ন্ত্রণ আইন লংঘন করে রাশিয়ায় উড়োজাহাজের প্রযুক্তি পাচারের অভিযোগে দুই ব্যক্তিকে গ্রেফতার করেছে যুক্তরাষ্ট্র পুলিশ। বৃহস্পতিবার (২ মার্চ) ক্যানসাস শহর থেকে তাদের গ্রেফতার করা হয়। মিয়ামিতে আমেরিকান বার অ্যাসোসিয়েশনের একটি সংবাদ সম্মেলনে মার্কিন বাণিজ্য মন্ত্রণালয়ের কর্মকর্তা ম্যাথিউ অ্যাক্সেলরড এসব তথ্য জানান।

হংকংয়ে ৪২ তলা ভবনে আগুন

হংকংয়ের কাউলুন জেলায় নির্মাণাধীন ৪২ তলা ভবনে আগুন লাগার ঘটনা ঘটেছে। আগুন লাগার সঙ্গে সঙ্গে দেশটির ফায়ার সার্ভিস কর্মীরা আশপাশের কয়েকটি ব্লকের বাসিন্দাদের সরিয়ে নিয়েছেন।

সূত্র-জাগোনিউজ


মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

নিবন্ধনের জন্য আবেদিত
Desing & Developed BY MONTAKIM