মঙ্গলবার, ০৫ নভেম্বর ২০২৪, ০৮:০০ অপরাহ্ন

সোমবারের পরীক্ষা ৩০ নভেম্বর

সোমবারের পরীক্ষা ৩০ নভেম্বর

অনলাইন বিজ্ঞাপন

আলোকিত কক্সবাজার ডেক্স॥
অনিবার্য কারণে প্রাথমিক ও ইবতেদায়ী শিক্ষা সমাপনীর সোমবারের পরীক্ষা ৩০ নভেম্বর অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী মোস্তাফিজুর রহমান।
তিনি আরো জানান, সোমবার বাংলা পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। বাংলা বিষয়ের এ পরীক্ষা ৩০ নভেম্বর অনুষ্ঠিত হবে।
মানবতাবিরোধী অপরাধের অভিযোগে জামায়াত নেতা আলী আহসান মোহাম্মদ মুজাহিদকে ফাঁসি দেয়ার প্রতিবাদে সোমবার সারা দেশে সকাল সন্ধ্যা হরতালের ডাক দেয় দলটি।
প্রাথমিক ও ইবতেদায়ী শিক্ষা সমাপনী পরীক্ষা শুরু হয়  রবিবার। পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের এ পরীক্ষা সকাল ১১টায় শুরু হয়ে শেষ হবে দুপুর দেড়টায়।
প্রথম দিন প্রাথমিক ও ইবতেদায়ী সমাপনীতে ইংরেজি বিষয়ের পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। মোট ছয়টি বিষয়ের পরীক্ষায় প্রতি বিষয়ে ১০০ করে মোট ৬০০ নম্বর থাকবে। পরীক্ষা শেষ হবে ২৯ নভেম্বর।
প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের তথ্যমতে, দুটি পরীক্ষায় এবার মোট পরীক্ষার্থী ৩২ লাখ ৫৪ হাজার ৫১৪। গত বছর এ সংখ্যা ছিল ৩০ লাখ ৯৫ হাজার ৩২১ জন।
পরীক্ষার সময়সূচি
প্রাথমিক সমাপনীতে ২২ নভেম্বর ইংরেজি, ২৪ নভেম্বর বাংলাদেশ ও বিশ্ব পরিচয়, ২৫ নভেম্বর প্রাথমিক বিজ্ঞান, ২৬ নভেম্বর ধর্ম ও নৈতিক শিক্ষা ও ২৯ নভেম্বর গণিত এবং ৩০ নভেম্বর বাংলা পরীক্ষা হবে।
ইবতেদায়ী সমাপনীতে ২২ নভেম্বর ইংরেজি, ২৪ নভেম্বর পরিবেশ পরিচিতি সমাজ ও পরিবেশ পরিচিতি বিজ্ঞান, ২৫ নভেম্বর আরবি, ২৬ নভেম্বর কুরআন ও তাজবীদ এবং আকাঈদ ও ফিকহ্, ২৯ নভেম্বর গণিত এবং ৩০ নভেম্বর বাংলা বিষয়ের পরীক্ষা অনুষ্ঠিত হবে।
বিবার্তা


মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

নিবন্ধনের জন্য আবেদিত
Desing & Developed BY MONTAKIM