সোমবার, ২০ জানুয়ারী ২০২৫, ০২:৫৮ পূর্বাহ্ন

কক্সবাজারে তালিকায় ৪৮ হাজার মৃত ভোটার

কক্সবাজারে তালিকায় ৪৮ হাজার মৃত ভোটার

অনলাইন বিজ্ঞাপন

ওয়াহিদুর রহমান রুবেল॥

কক্সবাজারে ৪৮ হাজার মৃত ভোটার তালিকায় রয়েয়ে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার মো: জাবেদ আলী।

আজ সকালে কক্সবাজার জেলা প্রশাসক হলরুমে ছবিসহ ভোটার তালিকা হালনাগদ কার্যক্রম/১৫ পর্যালোচনা ও আসন্ন পৌরসভা নির্বাচন উপলক্ষ্যে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য প্রদান কালে তিনি এ তথ্য প্রদান করেন।

এসব মৃত ভোটার যাতে তালিকা থেকে বাদ দেয়া হয় এ জন্য তিনি জনপ্রতিনিধি ও প্রশাসনের কর্মকর্তাদের সহযোগিতা কামনা করেছেন।

সম্প্রতি হালনাগাদ ভোটার তালিকা থেকে ১২ হাজার ৭ শত ৮৬ জন মৃত ভোটার তালিকা থেকে বাদ দেয়া হয়েছে। আরো ৩৬ হাজার মৃত ভোটার তালিকায় রয়ে গেছে বলে জানিয়েছেন তিনি।

গত ৩ দিন উখিয়া, টেকনাফ এবং মহেশখালী ঘুরে এসব মৃত ভোটার সংখ্যা নির্ধারণ করেছেন নির্বাচন কমিশনার। আর এ সংখ্যা নির্ধারণে তাকে সহযোগিত প্রদান করেছেন জেলা পরিসংখ্যা ব্যরো।

তিনি বলেন, আগামি স্থানীয় সরকার নির্বাচনের আগে ১৮ বছর বয়সের সবাইকে তালিকভূক্ত করা হবে। আর মৃত ভোটার যাতে তালিকা থেকে বাদ পড়ে তা নিশ্চিত করা হবে।

কক্সবাজার জেলা প্রশাসক মো: আলী হোসেন’র সভাপতিত্বে অনুষ্টিত সভায় উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার শ্যামল কুমার নাথ, অতিরিক্ত জেলা প্রশাসক(স্থানীয় সরকার) আলা উদ্দিন মোহাম্মদ, নির্বাচন অফিসার মো: মেজবাহ উদ্দিন।


মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

নিবন্ধনের জন্য আবেদিত
Desing & Developed BY MONTAKIM