শুক্রবার, ২২ সেপ্টেম্বর ২০২৩, ০৬:৪৯ পূর্বাহ্ন

ডিসকলেজিয়েট ১৪৬ শিক্ষার্থী ফরম পুরণ করতে পারবেনা কক্সবাজার সরকারি কলেজ--

ডিসকলেজিয়েট ১৪৬ শিক্ষার্থী ফরম পুরণ করতে পারবেনা কক্সবাজার সরকারি কলেজ--

অনলাইন বিজ্ঞাপন

ছবি-রাষ্ট্রবিজ্ঞান বিভাগ থেকে দেয়া নোটিশ।

।।ওয়াহিদ রুবেল।।

কলেজে শিক্ষার্থীদের উপস্থিত নিশ্চিত করতে জাতীয় বিশ্ববিদ্যালয়ের নির্দেশনা বাস্তবায়ন করতে যাচ্ছে কক্সবাজার সরকারি কলেজ। কলেজে অনুপস্থিতির (ডিসকলেজিয়েট) কারণে রাষ্ট্রবিজ্ঞান বিভাগের চতুর্থ বর্ষের ১৪৬ জন শিক্ষার্থীকে ফরম পুরণের সুযোগ না দেয়ার সিদ্ধান্ত নিয়েছে প্রশাসন। গেল ২৬ ফেব্রুয়ারি কলেজ অধ্যক্ষ ও বিভাগীয় প্রধান সাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করা হয়।

কলেজ প্রশাসন বলছেন এ সিদ্ধান্তের কারণে বাধ্য হয়ে শিক্ষার্থীরা কলেজমুখী হবে। কলেজ প্রশাসনের এ সিদ্ধান্তকে সাধুবাদ জানিয়েছেন অভিভাবক মহল।

জানা যায়, জাতীয় বিশ্ববিদ্যালয়ের বিধিমতে কলেজে প্রতিটি শিক্ষার্থীকে শতকরা ৭৫ ভাগ উপস্থিতি থাকতে হবে। অন্যথায় শিক্ষার্থীদের ডিককলেজিয়েট ঘোষণা করা হবে। বিধি থাকলেও এতদিন তা বাস্তবায়নে কার্যকর কোন পদক্ষেপ নেয়নি কলেজ প্রশাসন। উল্টো প্রশাসনের চরম উদাসিনতায় কলেজ বিমুখ হয়ে পড়ে শিক্ষার্থীরা। বিশেষ করে ২০১৭ সালে রোহিঙ্গা অনুপ্রবেশের পর স্কুল থেকে শুরু করে কলেজ শিক্ষার্থীরা চাকুরির দিকে ঝুঁকে পড়ে। কলেজে শিক্ষার্থীর উপস্থিতির হার নেমে আসে ১০ ভাগে। ফলে কক্সবাজারের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ফলাফল বিপর্যয় দেখা দেয়। সদ্য ঘোষিত এইচএসসি পরিক্ষায় ফলাফলে বিষয়টি সবার নজরে আসে। রোহিঙ্গা অধ্যুষিত উখিয়ায় ‘উখিয়া কলেজে মারাক্তভাবে ফলাফল বিপর্যয় হয়। উচ্চ মাধ্যমিক পরীক্ষার (এইচএসসি) ফলাফলে কলেজের ৫৭০ পরীক্ষার্থীর মধ্যে পাস করেছেন মাত্র ১৭২ জন। যেখানে বিজ্ঞান বিভাগের ছয়জন শিক্ষার্থীর সবাই ফেল করেছেন। এতে চারদিকে সমালোচনার ঝড় উঠে। এ অবস্থায় শিক্ষার্থীদের কলেজমুখী করতে বিশ্ববিদ্যালয়ের বিধি বাস্তবায়নের বিকল্প নেই বলে মন্তব্য করেছেন অভিভাবক মহলের।

অনেক শিক্ষার্থীর অভিযোগ টাকা দিলে কোন অভিযোগ থাকেনা। সবই সম্ভব হয়ে যায়।

কক্সবাজার সরকারি কলেজ সূত্রে জানা যায়, গেল ২৬ ফেব্রুয়ারি কক্সবাজার সরকারি কলেজের রাষ্টবিজ্ঞান বিভাগের চতুর্থ বর্ষের ১৪৬ জন শিক্ষার্থীকে ডিসকলেজিয়েট ঘোষণা করে ফরম ফিলআপ করতে পারবে না বলে বিজ্ঞপিত্ত প্রচার করা হয়। কলেজ অধ্যক্ষ গিয়াস উদ্দিন ও বিভাগীয় প্রধান আবুল মনসুর সাক্ষরে বিজ্ঞপ্তিতে বলা হয়, জাতীয় বিশ্ববিদ্যালয়ের বিধি মোতাবেক ৬০% এর কম ক্লাস উপস্থিত না থাকায় তাদের ডিসকলেজিয়েট ঘোষণা করা হয়।

রাষ্ট্রবিজ্ঞান বিভাগ সূত্রে জানা যায়, চতুর্থ বর্ষে মোট ১৬০ জন শিক্ষার্থী রয়েছে তাদের মধ্যে ১৪ জন নিয়মিত কলেজে উপস্থিত থাকায় তাদের ফরম পুরণের সুযোগ দেয়া হয়েছে। বাকি ১৪৬জনকে ডিসকলিজিয়েট ঘোষণা করা হয়েছে।

রাষ্ট্রবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান বিভাগীয় প্রধান ও সহকারি অধ্যাপক আবুল মনসুর বলেন, শিক্ষার্থীদের কলেজমুখী করতে জাতীয় বিশ্ববিদ্যালয়ের সিদ্ধান্ত বাস্তবায়ন করা হচ্ছে।

তিনি বলেন, শুধু রাষ্ট্রবিজ্ঞান বিভাগ বাস্তবায়ন করলে হবে না। কলেজে শিক্ষার্থীদের উপস্থিতি নিশ্চিত করতে অন্যান্য বিভাগকেও এ সিদ্ধান্ত মেনে চলতে হবে। এতে কলেজে শিক্ষার্থীর উপস্থিতি যেমন নিশ্চিত হবে তেমনি শিক্ষার মানও বাড়বে।

কলেজ প্রশাসনের এ সিদ্ধান্তকে সাধুবাদ জানিয়ে নুরুল ইসলাম নামে এক অভিভাবক বলেন, শিক্ষাজীবন শেষ না করতেই ছেলে মেয়েরা টাকার লোভে পড়ছে। এতে অনেক ছেলের শিক্ষা জীবনে ইতিঘটছে।

রফিকুল ইসলাম নামে আরেক অভিভাবক বলেন, রোহিঙ্গা আসার কারণে স্কুল, কলেজের শিক্ষার্থীরা চাকুরিতে ডুকে যাচ্ছে। ফলে তারা নিয়মিত কলেজে উপস্থিত হয়না। এতে তাদের ভবিষ্যৎ অন্ধকারে নিমজ্জিত হচ্ছে। এ অবস্থায় কলেজ প্রশাসনের এ সিদ্ধান্তকে স্বাগত জানাচ্ছি।

কক্সবাজার সরকারি কলেজ অধ্যক্ষ প্রফেসর গিয়াস উদ্দিন বলেন, রাষ্ট্রবিজ্ঞান বিভাগ আগে থেকেই এ বিধি মেনে চলতো।জাতীয় বিশ্ববিদ্যালয়ের বিধিমতে শিক্ষার্থীদের উপস্থিতি নিশ্চিত করতে আমি সকল বিভাগে চিঠি দেয়ার সিদ্ধান্ত নিয়েছি। আশা করছি সকল বিভাগের পক্ষ থেকে একই সিদ্ধান্ত নেয়া হবে।

ডিসকলেজিয়েট শিক্ষার্থীদের রোল নাম্বার নিচে দেওয়া হল:-
০১,০২,০৩,০৪,০৫,০৬,০৭,০৯, ১০, ১১, ১২, ১৩, ১৪, ১৫, ১৬, ১৭, ১৮, ১৯, ২০, ২১, ২২, ২৩, ২৪, ২৫, ২৬, ২৭, ২৮, ৩০, ৩১, ৩২, ৩৩, ৩৪, ৩৫, ৩৬, ৩৭, ৩৯, ৪০, ৪১, ৪২, ৪৩, ৪৪, ৪৫, ৪৬, ৪৭, ৪৮, ৪৯, ৫1,52,53,54,56,৫৭,৫৮, ৫৯, ৬০, ৬১, ৬২, ৬৩, ৬৪, ৬৫, ৬৬, ৬৭, ৬৮, ৭০, ৭১, ৭৪, ৫, ৬, ৭৭,৭৮, ৮০, ৮১, ৮২, ৮৩, ৮৪, ৮৫, ৮৮, ৮৯,৯০,৯১,৯২,৯৩, ৯৪,৯৫,৯৬,৯৭,৯৮,৯৯, ১০০, ১০১, ১০২, ১০৩, ১০৪, ১০৫, ১০৬, ১০৭, ১০৮, ১০৯, ১১০, ১১১, ১১২, ১১৩, ১১৪, ১১৫, ১ ১৬, ১১৭, ১১৮, ১১৯, ১২০, ১১, ১২২, ১২৩, 124 125 126 129, 128, ১৩০, ১৩২, ১৩৩, ১৩৪, ১৩৫, ১৩৬, ১৩৭, ১৩৯ , ১৪০, ১৪১, ১৪২, ১৪৩, ১৪৪, ১৪৫, ১৪৬, ১৪৭, ১৪৮, ১৪৯, ১৫০, ১৫১, ১৫২, ১৫৩, ১৫৪,১৫৫, ১৫৬, ১৫৭ ১৫৮ ১৫৯, ১৬০।

যারা ফরম ফিলআপ করতে পারবে তাদের রোল নিচে দেওয়া হলঃ-
০৮,২৯,৩৮,৫০,৫৫, ৬৯, ৭২, ৭৩, ৭৫, ৮৬, ৮৭, ১২৯, ১৩১, ১৩৮।


মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

নিবন্ধনের জন্য আবেদিত
Desing & Developed BY MONTAKIM