শুক্রবার, ২২ সেপ্টেম্বর ২০২৩, ০৮:৩৯ পূর্বাহ্ন

রামুতে বাস ও ইজিবাইকের সংঘর্ষে টমটম চালক নিহত

রামুতে বাস ও ইজিবাইকের সংঘর্ষে টমটম চালক নিহত

অনলাইন বিজ্ঞাপন

ছবি-দূর্ঘটনায় পতিত টমটম।

আনিস নাঈমুল হক

রামুতে মারসা বাস-টমটম এর মুখোমুখি সংঘর্ষে একজন শ্রমিক নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে চালকসহ আরো কয়েকজন। সোমবার (২৭ ফেব্রুয়ারী) সকাল আটটার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের জোয়ারিয়ানালা বিকেএসপি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত যুবকের নাম আবদুল গনি (৩০)। তিনি রামু উপজেলার জোয়ারিয়ানালা ইউনিয়নের পূর্ব মুরাপাড়া এলাকার মো: জলিলের ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, তিব্রগতিতে আসা চট্টগ্রামগামী একটি ‘মারসা’ বাস নিয়ন্ত্রণ হারিয়ে রামুগামী টমটমের সাথে সংঘর্ষ হয়। বাসের ধাক্কায় টমটমটি দুমড়ে মুচড়ে যায়। স্থানীয়রা আহতদের উদ্ধার করে রামু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। এসময় কর্তব্যরত চিকিৎসক গনিকে মৃত ঘোষণা করেন।

জোয়ারিয়ানালা ইউপি চেয়ারম্যান কামাল শামসুদ্দিন আহমেদ প্রিন্স বলেন, নিহত আবদুল গনি ও আহত সুরুত আলম দুইজনই শ্রমিক এবং উভয়ই জোয়ারিয়ানালার বাসিন্দা। তারা বিল্ডিংয়ের নির্মাণ কাজে চা-বাগান এলাকায় যাওয়ার প্রতিমধ্যে এ দুর্ঘটনা ঘটে।

রামু হাইওয়ে থানা পুলিশের এসআই জয়নাল আবেদীন বলেন, দুর্ঘটনায় নিহতের লাশ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে। এছাড়া সরুত আলম নামে এক যুবকও গুরুতর আহত হয়েছে। আহতরা চিকিৎসাধীন রয়েছে।


মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

নিবন্ধনের জন্য আবেদিত
Desing & Developed BY MONTAKIM