বুধবার, ২৭ সেপ্টেম্বর ২০২৩, ০৫:০২ অপরাহ্ন

৭০০ গোলের মাইলফলক মেসির

৭০০ গোলের মাইলফলক মেসির

অনলাইন বিজ্ঞাপন

ফাইল ছবি।

 

ফ্রেঞ্চ লিগ ওয়ানের ম্যাচে রবিবার রাতে মুখোমুখি হয়েছিল বর্তমান চ্যাম্পিয়ন পিএসজি ও মার্শেই। চিরপ্রতিদ্বন্দ্বীদের ঘরের মাঠ অরেঞ্জ ভেলোড্রম স্টেডিয়ামে ৩-০ গোলে জয় পেয়েছে পিএসজি। ম্যাচে জোড়া গোল করেছেন কিলিয়ান এমবাপ্পে। অপর গোলটি এসেছে লিওনেল মেসির পা থেকে। এই গোলে মেসি ছুঁয়েছেন ক্লাব ক্যারিয়ারে ৭০০ গোলের মাইলফলক।

ফুটবলে দ্বিতীয় ব্যক্তি হিসেবে ক্লাব ক্যারিয়ারে ৭০০ গোলের কীর্তি গড়লেন আর্জেন্টাইন অধিনায়ক। এর আগে এই মাইলফলক ছুঁয়েছেন পর্তুগিজ তারকা ক্রিশ্চিয়ানো রোনালদো। ইন্টারন্যাশনাল ফেডারেশন অব ফুটবল হিস্টরি অ্যান্ড স্ট্যাটিসটিকসের (আইএফএফএইচএস) তথ্য অনুযায়ী, ৭০০ ক্লাব গোল পেতে রোনালদোর লেগেছিল ৯৪৩ ম্যাচ। অন্যদিকে এই কীর্তি স্পর্শ করতে মেসির লেগেছে ৮৪০ ম্যাচ। অর্থ্যাৎ ১০৩ ম্যাচ কম খেলেই রোনালদোর রেকর্ড ছুঁলেন মেসি।

মেসির ৭০০ গোলের মধ্যে বার্সেলোনার হয়ে করেছেন ৬৭২টি। বাকি ২৮টি গোল এসেছে পিএসজির জার্সিতে। আর্জেন্টিনার হয়ে মেসির রয়েছে আরো ৯৮ গোল। সবমিলিয়ে ফিফা স্বীকৃত ম্যাচে মেসির গোলসংখ্যা এখন ৭৯৮টি।

রবিবার রাতে মার্শেইয়ের বিপক্ষে একটি গোলের পাশাপাশি দুটি অ্যাস্টিস্টও করেছেন সাতবারের ব্যালন ডি’অর বিজয়ী এই তারকা। সহজ জয়ের ফলে লিগ ওয়ানের শীর্ষস্থান আরো মজবুত হলো পিএসজির। ২৫ ম্যাচে ৬০ পয়েন্ট তাদের। সমান ম্যাচে ৫২ পয়েন্ট নিয়ে দুইয়ে মার্শেই।

সূত্র-কালেরকণ্ঠ


মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

নিবন্ধনের জন্য আবেদিত
Desing & Developed BY MONTAKIM