শুক্রবার, ২২ সেপ্টেম্বর ২০২৩, ০৭:০৩ পূর্বাহ্ন
ফাইল ছবি।
।।ওয়াহিদ রুবেল।।
কক্সবাজারে মৃদু ভূমিকম্প অনুভূত হয়েছে। শনিবার বিকেল পৌনে ৫টার দিকে এ ভূমিকম্প অনুভূত হয়। এ ভূমিকম্পে এখন পর্যন্ত কোনো ক্ষয়ক্ষতির তথ্য পাওয়া যায়নি। তবে সাধারণ মানুষের মাঝে আতংক দেখা দিয়েছে।
কক্সবাজার জেলা আবহাওয়া অধিদপ্তরের সহকারী আবহাওয়াবিদ আব্দুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, রিখটার স্কেলে এ ভূমিকম্পের মাত্রা ৪ দশমিক ১। এটির উৎপত্তিস্থল দক্ষিণ-দক্ষিণপূর্ব মিয়ানমারে। ঢাকা থেকে এর দূরত্ব ৩৭৮ কিলোমিটার।
তিনি আরও বলেন, উৎপত্তিস্থলে ভূমিকম্পটি ছিল ২০ দশমিক ৯০ অক্ষাংশ এবং ৯২ দশমিক ৩৩ দ্রাঘিমা।
এদিকে ভূমিকম্পের পর সাধারণ মানুষের মাঝে আতংক দেখা দিয়েছে।
কক্সবাজার শহরের দক্ষিণ রুমালিয়ার ছড়া এলাকার গৃহিণী হাসিনা আক্তার বলেন, সোফায় বসা ছিলাম। হঠাৎ করে পুরো ভবন নড়েচড়ে উঠে। একটু পরেই কিছু বুঝে উঠার আগেই কম্পন শেষ যায়।
আইনজীবী বাপ্পি শর্মা বলেন, সম্প্রতি তুরস্ক এবং সিরিয়ায় ভূমিকম্পের ক্ষয়ক্ষতি মানুষের মনে ভয় ধরিয়েছে। তাই মৃদু হলেও এ ভূমিকম্পে সাধারণ মানুষ আতংকিত হয়ে পড়ে।
তবে, মৃদু এই ভূমিকম্পে জেলার কোথাও ক্ষয়ক্ষতির কোন খবর পাওয়া যায় নি।
ফোন রিসিভ না করায় জেলা প্রশাসকের বক্তব্য পাওয়া যায় নি।
মন্তব্য করুন