বৃহস্পতিবার, ২১ সেপ্টেম্বর ২০২৩, ০৬:৩০ অপরাহ্ন
ছবি- সভাপতি সিরাজুল ইসলাম-৪ ও সাধারণ সম্পাদক মো: তারেক।
।।ওয়াহিদ রুবেল।।
কক্সবাজার জেলা আইনজীবী সমিতির নির্বাচনে ভরাডুবি হয়েছে ক্ষমতাসীন আওয়ামী লীগ পন্থী আইনজীবী প্যানেলের। ১৭ টি পদের সাধারণ সম্পাদকসহ তিনটি সম্পাদকীয় পদ ও দুটি সদস্যসহ মাত্র ৫টি পদে জয় পেয়েছে তারা। সভাপতিসহ বাকি ১২টি পদে জিতেছে বিএনপি-জামায়াত সমর্থিত আইনজীবী ঐক্য পরিষদ।
রাত পৌনে দশটায় নির্বাচন কমিশনার এডভোকেট মোহাম্মদ বাকের রায় ঘোষণা করেন। তবে সভাপতির নাম ঘোষণা নিয়ে আইনজীবীদের মাঝে হাতাহাতির ঘটনা ঘটেছে।
কক্সবাজার জেলা আইনজীবী সমিতি নির্বাচনের ফলাফল:
সভাপতি পদে বিএনপি-জামায়াত সমর্থিত আইনজীবী ঐক্য পরিষদের সিরাজুল ইসলাম ৩৯২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ সমর্থিত সম্বিলিত আইনজীবী সমন্বয় পরিষদের ইকবালুর রশিদ আমিন (সোহেল) পেয়েছেন ৩৮২ ভোট।
সিনিয়র সহ-সভাপতি পদে আইনজীবী ঐক্য পরিষদের কাশেম আলী ৪৮৫, সহ-সভাপতি নাজিম উদ্দিন ৪৫৭ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তাদের নিকটতম প্রতিদ্বন্দ্বি জাকারিয়া ২৭৬, সহ-সভাপতি আব্দুর রহিম ২৯৯ ভোট পেয়েছেন।
সাধারণ সম্পাদক পদে সম্বিলিত আইনজীবী সমন্বয় পরিষদের মো:তারেক ৪৫০ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি তাহের আহমদ সিকদার পেয়েছেন ৩২১ ভোট।
সহ:সাধারণ সম্পাদক (সাধারণ ) পদে সম্বিলিত আইনজীবী সমন্বয় পরিষদের নুরুল ইসলাম সায়েম ৪০৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি আব্দুর রশিদ পেয়েছেন ৩৪৭,
সহ:সাধারণ সম্পাদক (হিসাব) পদে আইনজীবী ঐক্য পরিষদের মো:মাহবুবুল আলম টিপু ৪৪১ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি মো:আকতার হোসেন পেয়েছেন ৩২২ ভোট।
পাঠাগার সম্পাদক পদে শাহিন ৪৫৮ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি মহিউদ্দিন পেয়েছেন ৩০৩ভোট।
আপ্যায়ন সম্পাদক পদে ফরহাদ আহমদ পেয়েছেন ৩৮৮ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি শেফাউল করিম রানা পেয়েছেন ৩৮১।
সদস্য পদে যারা নির্বাচিত হয়েছেন-
আইনজীবী ঐক্য পরিষদ; এডভোকেট মোশতাক আহমদ চৌধুরী (৪৩২), এডভোকেট আমির হোসেন-২ (৩৯৫), এডভোকেট আব্দুল্লাহ-১ (৪৫৮), এডভোকেট মোঃ তৌহিদুল আনোয়ার (৪৭০) এডভোকেট শওকত ওসমান (৫১৮), এম এম ইমরুল শরীফ (৩৯৮), এডভোকেট জাহাঙ্গীর আলম-৪ (৩৩৭)।
সম্বিলিত আইনজীবী সমন্বয় পরিষদ-এডভোকেট মোহাম্মদ ইসহাক -১ (৩৯৯) ও মীর কাসেম উদ্দিন (৩৩১)।
এর আগে সকাল ৯টা থেকে বিকেল ৩ টা পর্যন্ত চকরিয়া ও কক্সবাজার দুইটি পৃথক কেন্দ্রে ভোট গ্রহণ করা হয়। তৎমধ্যে চকরিয়া কেন্দ্রে ৬৮ জন এবং কক্সবাজার কেন্দ্রে ৭৫৪ জন ভোটার।
মন্তব্য করুন