মঙ্গলবার, ২১ মার্চ ২০২৩, ০৮:৩০ অপরাহ্ন

অ্যাম্বুলেন্সে গাঁজা পাচার করতো তারা

অ্যাম্বুলেন্সে গাঁজা পাচার করতো তারা

অনলাইন বিজ্ঞাপন

 

অভিনব কায়দায় অ্যাম্বুলেন্সে করে পাচারের সময় অভিযান চালিয়ে ৭৫ কেজি গাঁজা উদ্ধার করেছে র‌্যাব-৭ এর একটি টিম। এ সময় মাদক পাচারের সাথে জড়িত থাকার অভিযোগে দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে। জব্দ করা হয়েছে মাদক পরিবহনে ব্যবহৃত অ্যাম্বুলেন্স।

২৩ ফেব্রুয়ারি রাত এগারোটার দিকে চট্টগ্রামের জোরাগঞ্জ থানার বারৈয়ার হাট সড়ক থেকে মাদকসহ তাদের আটক করা হয়

আটককৃতরা হলেন, ফটিকছড়ি থানার ফটিকছড়ি এলাকার আবুল কাশেমের ছেলে নাঈম (১৯) এবং হাটহাজারি থানার পশ্চিম ফরহাদাবাদ এলাকার নছাদ আলীর ছেলে হোসেন আলী (২৫)।

র‌্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) মোঃ নুরুল আবছার তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।

 

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৭ জানতে পারে ফেনীর ছাগলনাইয়া থেকে গাঁজা নিয়ে একটি এ্যাম্বুলেন্স চট্টগ্রামের দিকে যাচ্ছে। উক্ত তথ্যের ভিত্তিতে ২৩ ফেব্রæয়ারি রাত এগারোটার দিকে চট্টগ্রামের বারৈয়ারহাট-খাগড়াছড়ি মহাসড়কের পাকা রাস্তায় তল্লাশি চালিয়ে এ্যাম্বুলেন্স থেকে ৭৫ কেজি গাঁজা জব্দ করা হয়। এ সময় নাঈম ও হোসেন আলীকে আটক করা হয়।

আটককৃত আসামীরা জানিয়েছেন তাঁরা দীর্ঘদিন ধরে ড্রাইভিং পেশার আড়ালে গাঁজা ব্যবসা করে আসছিল।

গ্রেফতারকৃত আসামী ও উদ্ধারকৃত মালামাল সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান এ কর্মকর্তা।


মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

নিবন্ধনের জন্য আবেদিত
Desing & Developed BY MONTAKIM