বৃহস্পতিবার, ২১ সেপ্টেম্বর ২০২৩, ০৭:১৪ অপরাহ্ন
বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডাব্লিউএইচও) এক প্রতিবেদনে বলা হয়েছে, বিশ্বে গর্ভকালীন কিংবা প্রসব জটিলতায় প্রতি দুই মিনিটে একজন নারীর মৃত্যু হচ্ছে। গতকাল বৃহস্পতিবার ‘মাতৃমৃত্যুর প্রবণতা’ শীর্ষক ওই প্রতিবেদন প্রকাশ করে ডাব্লিউএইচও বলেছে, সাম্প্রতিক বছরগুলোতে নারী স্বাস্থ্যের ক্ষেত্রে উদ্বেগজনক বিপর্যয়ের চিত্র পাওয়া গেছে।
সমীক্ষায় দেখা গেছে, ২০২০ সালে বিশ্বে প্রতিদিন প্রায় ৮০০ মাতৃমৃত্যুর ঘটনা ঘটেছে। সেই হিসাবে গর্ভকালীন কিংবা প্রসব জটিলতায় প্রতি দুই মিনিটে প্রায় একজনের ?মৃত্যু হয়েছে।
সবচেয়ে কম মাতৃমৃত্যুর হার বেলারুশে এবং সবচেয়ে বেশি ভেনিজুয়েলায়। বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান টেড্রোস আধানম গেব্রিয়েসাস বলেন, প্রত্যেক নারী ও কম বয়সী মেয়ের জন্য প্রয়োজনীয় স্বাস্থ্যসেবা নিশ্চিত করা জরুরি, যাতে তারা প্রজননের অধিকার পুরোপুরি চর্চা করতে পারে।
ডাব্লিউএইচও বলছে, প্রজনন স্বাস্থ্যের ওপর নারীদের নিয়ন্ত্রণ খুবই কম। তারা গর্ভধারণ করবে কি না বা কখন গর্ভধারণ করবে, সেসব বিষয়ে স্বাধীনভাবে সিদ্ধান্ত নিতে পারে না।
জাতিসংঘ জনসংখ্যা তহবিলের প্রধান নাতালিয়া কানেম বলেছেন, নারীদের এই অকারণ মৃত্যু অযৌক্তিক। পরিবার পরিকল্পনায় জরুরিভাবে বিনিয়োগ করে এবং ধাত্রীর ঘাটতি পূরণ করে অবশ্যই আরো ভালো করা সম্ভব।
জাতিসংঘের প্রতিবেদনে ২০২০ সাল পর্যন্ত মাতৃমৃত্যু হারের পরিসংখ্যান উঠে এসেছে। করোনাভাইরাস মহামারি এবং অর্থনৈতিক সংকটের কারণে পরিসংখ্যানগুলোতে অস্পষ্টতা রয়েছে বলে মন্তব্য করেছেন ডাব্লিউএইচওর কর্মকর্তা অংশু ব্যানার্জি।
সূত্র : ডয়চে ভেলে, কালেরকণ্ঠ
মন্তব্য করুন