বুধবার, ১৬ অক্টোবর ২০২৪, ০৬:২৭ পূর্বাহ্ন
আল্লাহ প্রদত্ত নিয়ামত সম্পর্কে মানুষ জিজ্ঞাসিত হবে
ইরশাদ হয়েছে, ‘এরপর অবশ্যই সেদিন তোমাদের নিয়ামত সম্পর্কে জিজ্ঞাসা করা হবে।’
(সুরা : তাকাসুর, আয়াত : ৮)
ধৈর্য মানুষকে ক্ষতিমুক্ত রাখে
ইরশাদ হয়েছে, ‘মানুষ অবশ্যই ক্ষতিগ্রস্ত। কিন্তু তারা নয়, যারা ঈমান আনে ও ভালো কাজ করে এবং পরস্পরকে সত্যের উপদেশ দেয় ও ধৈর্যের উপদেশ দেয়।’
(সুরা : আসর, আয়াত : ২-৩)
মানুষের নিন্দা কোরো না
ইরশাদ হয়েছে, ‘দুর্ভোগ প্রত্যেকের, যে পেছনে ও সামনে মানুষের নিন্দা করে।’
(সুরা : হুমাজা, আয়াত : ১)
অর্থ মানুষকে অমর করে না
ইরশাদ হয়েছে, ‘(দুর্ভোগ) যে অর্থ জমা করে এবং তা বারবার গণনা করে। সে ধারণা করে, তার অর্থ তাকে অমর করে রাখবে।’
(সুরা : হুমাজা, আয়াত : ২-৩)
জাহান্নামিদের হৃৎপিণ্ডও দগ্ধ হবে
ইরশাদ হয়েছে, ‘এটা (হুমাজা নামক জাহান্নাম) আল্লাহর প্রজ্বালিত আগুন, যা হৃদয়কে গ্রাস করবে। নিশ্চয়ই তা তাদের পরিবেষ্টন করে রাখবে।’
(সুরা : হুমাজা, আয়াত : ৬-৮)।
সূত্র-কালেরকণ্ঠ
মন্তব্য করুন