বৃহস্পতিবার, ২১ সেপ্টেম্বর ২০২৩, ০৭:৩৭ অপরাহ্ন

কক্সবাজারে বসে স্ত্রী সন্তানকে হত্যার পরিকল্পনা করে স্বামী

কক্সবাজারে বসে স্ত্রী সন্তানকে হত্যার পরিকল্পনা করে স্বামী

অনলাইন বিজ্ঞাপন

ছবি- সংবাদ সম্মেলনে বক্তব্য রাখছেন অতিরিক্ত পুলিশ সুপার মো: রফিকুল ইসলাম।
ওয়াহিদ রুবেল।।
কক্সবাজারে বসে স্ত্রী ও শিশু কন্যাকে হত্যার পরিকল্পনা করে স্বামী জেবিন দেব। পরিকল্পনার অংশ হিসেবে ১৪ ফেব্রুয়ারি স্ত্রী ও তিন সন্তান নিয়ে কক্সবাজারে আসেন তিনি। সুযোগ বুঝে ১৭ ফেব্রুয়ারি আট মাসের সন্তানকে পানিতে ডুবিয়ে ও স্ত্রীকে শ্বাসরুদ্ধ করে হত্যা করে অপর দুই সন্তানকে নিয়ে পালিয়ে যান জেবিন দেব।
১৮ ফেব্রুয়ারি (শনিবার) বিকেল পাঁচটায় কক্সবাজার মডেল থানা পুলিশ আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানিয়েছেন জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মো: রফিকুল ইসলাম।
এরআগে ভোররাতে চট্টগ্রামের বাকলিয়ায় থেকে অভিযান চালিয়ে আসামী জেবিন দেবকে গ্রেফতার করে পুলিশ।
আসামীর স্বীকারোক্তির ভিত্তিতে পুলিশ সুপার বলেন, আর্থিক অসচ্ছলতার কারণে পারিবারিক কলহ লেগেই থাকতো আটক জেবিনের সংসারে। পরিবারে স্বচ্ছলতা ফেরাতে গার্মেন্টসের চাকুরি ছেড়ে বিদেশে যান তিনি। সম্প্রতি দেশে বেড়াতে এসে স্ত্রীকে সন্দেহ করা শুরু করেন। এরই মধ্যে গেল ৭ ফেব্রুয়ারি কক্সবাজার আসেন জেবিন। এখানে বসে স্ত্রী ও শিশু কন্যাকে হত্যার পরিকল্পনা করেন। পরিকল্পনা মতে স্ত্রী ও তিন সন্তানদের নিয়ে ভালবাসা দিবসে (১৪ ফেব্রুয়ারি) কক্সবাজার এসে উঠেন কলাতলী সুগন্ধা পয়েন্ট এলাকার ‘সী আলিফ’ নামে একটি আবাসিক হোটেলে। ১৭ ফেব্রুয়ারি হোটেলে চেক আউট করার কথা ছিল। কিন্তু ঐদিন সকালে বড় দুই সন্তানকে নিচে হোটেলের নীচে নামেন জেবিন। সকাল অনুমান সাড়ে দশটার দিকে আবারো কক্ষে যান তিনি। এ সময়ে স্ত্রীকে শ্বাসরুদ্ধ করে এবং শিশুকে পানিতে ডুবিয়ে হত্যা করে অপর দুই সন্তানকে নিয়ে পালিয়ে যান।
ছবি-পুলিশের হাতে আটক জেবিন দেব
আটক জেবিন দেব চট্টগ্রামের বাঁশখালী বানীগ্রাম বৈলগাঁও এলাকার দুলাল দেব এর ছেলে।
পুলিশ সুপার জানিয়েছেন, হত্যাকান্ডের পর পুলিশ তথ্য ও প্রযুক্তির ব্যবহার করে অভিযুক্ত জেবিন দেবের অবস্থান নিশ্চিত করে। পরে চট্টগ্রামের বাকলিয়া থানার সহযোগিতায় নতুন ব্রীজ এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
এসময় উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মিজানুর রহমান, ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম।
উল্লেখ্য, ১৭ ফেব্রুয়ারি দুপুরে কক্সবাজার হোটেল মোটেল জোন এর “সী আলিফ” হোটেল থেকে জেবিন দেব এর স্ত্রী সুমা দেব ও তার আট মাসের শিশু অনামিকার মরদেহ উদ্ধার করে পুলিশ। এরআগে ১৫ ফেব্রুয়ারি কক্সবাজার শহরের বাজারঘাটা এলাকায় সী বার্ড নামে অপর একটি আবাসিক হোটেল থেকে এক গৃহবধূর লাশ উদ্ধার করা হয়।


মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

নিবন্ধনের জন্য আবেদিত
Desing & Developed BY MONTAKIM