বুধবার, ০৬ ডিসেম্বর ২০২৩, ০১:৫৭ পূর্বাহ্ন
বিশেষ প্রতিবেদক
কক্সবাজার জেলার সবচেয়ে বড় কুরবানির পশুর হাট শহরের খুরুশকুল রাস্তার মাথায় বসছে রবিবার থেকে। দেশীয়-বিদেশী বিভিন্ন জাতের ও উন্নতমানের পশুর সমাগম ঘটবে এখানে। ইতিমধ্যেই দেশের বিভিন্ন স্থান থেকে কুরবানির পশু হাটে আসতে শুরু করেছে। এখানে ক্রেতাদের নিরাপত্তায় নেয়া হয়েছে বিশেষ ব্যবস্থা। এ দিকে পুরো কুরবানীর হাটকে ফ্রি ওয়াইফাই জোন করা হয়েছে। কুরবানির হাটে ফ্রি ইন্টারনেট ব্যবহারের সুযোগ পাবে হাটে আগতরা। ইজারাদার জসিম উদ্দিন হেলাল জানান, আমরা তথ্য প্রযুক্তিকে এগিয়ে নিতে চাই। দেশের ইতিহাসে প্রথম কুরবানীর হাটকে ফি ওয়াইফাই জোন করা হয়েছে। বাড়তি নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে। তিনি আরো বলেন,আইন শৃঙ্খলা বাহিনীর পাশাপশি এখানে আমাদের নিজস্ব নিরাপত্তাকর্মীরা কাজ করবে। কক্সবাজারের পুলিশ সুপার শ্যামল কান্তি নাথ জানান, কক্সবাজারের সব পশুর হাটে নিরাপত্তা ব্যবস্থা গ্রহন করা হয়েছে।
মন্তব্য করুন