বুধবার, ২৭ সেপ্টেম্বর ২০২৩, ০৭:১৩ অপরাহ্ন
ফাইল ছবি স্বস্তিকা!
কলকাতার জনপ্রিয় অভিনেত্রী স্বস্তিকা মুখোপাধ্যায়। অভিনয় আর গ্ল্যামারে তিনি বরাবরই অনন্য। লাখো পুরুষের পছন্দের নারী তারকা হলেও সংসারজীবনে তিনি একেবারেই বিমুখ! মাত্র ১৮ বছর বয়সে বিয়ে করেছিলেন অভিনেত্রী। তবে সেই বিয়ে দুই বছরের বেশি টেকেনি। একমাত্র মেয়েকে কোলে নিয়ে শ্বশুরবাড়ি ছেড়েছিলেন তিনি।
পরবর্তী সময়ে একা হাতে মেয়ে অন্বেষাকে বড় করছেন অভিনেত্রী। অন্বেষাই অভিনেত্রীর সবচেয়ে কাছের বান্ধবী। মাকে বিয়ে করাতে বেশ তোড়জোড় করছেন স্বস্তিকাকন্যা। মায়ের জীবনের একাকিত্ব ঘোচাতে তার চেষ্টারও কমতি নেই।
এবার ডেটিং অ্যাপে স্বস্তিকার নাম লিখিয়েছেন অন্বেষা। কিন্তু তার পরের ঘটনা শুনলে পেটে খিল ধরবে হাসতে হাসতে!
প্রেম নিয়ে বরাবরই খোলামেলা স্বস্তিকা। প্রেমে পড়ার কথা হোক বা পুরনো সম্পর্ক কোনো কিছু নিয়েই খুব বেশি রাখঢাক তাঁর পছন্দ নয়। একটা সময় পরমব্রত, জিৎ-এর মতো নায়ক থেকে সৃজিত-সুমনের মতো পরিচালকের সঙ্গে নাম জড়িয়েছে স্বস্তিকার। গত কয়েক মাসে স্বস্তিকা-মীরের বন্ধুত্বও থেকেছে চর্চায়। এর মাঝেই অভিনেত্রী জানালেন, মুম্বাইয়ে থাকাকালীন ডেটিং অ্যাপ হিন্জ-এ স্বস্তিকার প্রোফাইল খুলেছে তার মেয়ে! হ্যাঁ, আরজে স্তুতির সঙ্গে সেই অজানা গল্প ভাগ করে নিয়েছেন অভিনেত্রী।
সূত্র-কালেরকণ্ঠ
মন্তব্য করুন