বৃহস্পতিবার, ২১ সেপ্টেম্বর ২০২৩, ০৭:১২ অপরাহ্ন

রামুতে সীমানা বিরোধ নিয়ে সংঘর্ষ; নিহত ১, আটক-২

রামুতে সীমানা বিরোধ নিয়ে সংঘর্ষ; নিহত ১, আটক-২

অনলাইন বিজ্ঞাপন

 

সোয়েব সাঈদ, রামু

কক্সবাজারের রামুতে সীমানা প্রাচীর নির্মাণকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষে ১ জন নিহত ও ২ জন গুরত্বর আহত হয়েছে ।

নিহত সমীর ধর (৫০) রামুর মিঠাছড়ি ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের ধরপাড়া এলাকার মৃত কালি সংকর ধরের ছেলে। শুক্রবার, ১৭ ফেব্রুয়ারি দুপুরে রামু উপজেলার রাজারকুল ইউনিয়নের ১ নং ওয়ার্ডের ধরপাড়া ও মিঠাছড়ি ইউনিয়নের ৪ নং ওয়ার্ড উমখালী ধরপাড়ার সীমান্তবর্তী এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুইজনকে আটক করেছে পুলিশ।

রাজারকুল ইউপি চেয়ারম্যান মুফিজুর রহমান ঘটনার সভ্যতা স্বীকার করে বলেন- জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে দুই ইউনিয়নের সীমান্তবর্তী এলাকায় এ ঘটনা ঘটে। তিনি আরো জানান- সংঘর্ষে গুরতর আহত ৩ জনকে কক্সবাজার সদর হাসপাতালে নেয়া হলে সেখানে কর্তব্যরত চিকিৎসক সমীর ধরকে মৃত ঘোষনা করেন। এ ঘটনায় গুরতর আহত অপর দুজন হলেন- রাজারকুল ইউনিয়নের ধরপাড়া এলাকার অনিল ধরের পুত্র তাপস ধর ও সুকুমার ধর। এদের মধ্যে একজনের অবস্থা আশংকাজনক হওয়ায় চট্রগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

রামু থানার অফিসার ইনচার্জ আনোয়ারুল হোসাইন জানান- এ ঘটনায় জড়িত রাজারকুল ইউনিয়নের ১ নং ওয়ার্ড ধরপাড়া এলাকার ধিরাম ধরের পুত্র বাবুল ধর ও বাবুল ধরের পুত্র রিটন ধরকে আটক করা হয়েছে। এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হচ্ছে।


মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

নিবন্ধনের জন্য আবেদিত
Desing & Developed BY MONTAKIM