শুক্রবার, ২২ সেপ্টেম্বর ২০২৩, ০৭:৪০ পূর্বাহ্ন

ক্যাম্পে দুর্বৃ্েত্তর গুলিতে হেড মাঝি আহত

ক্যাম্পে দুর্বৃ্েত্তর গুলিতে হেড মাঝি আহত

অনলাইন বিজ্ঞাপন

ছবি-আহত মাঝি আব্দুর রহিম।

 

উখিয়ার রোহিঙ্গ ক্যাম্প-১২তে দুর্বৃ্েত্তর গুলিতে হেড মাঝি আব্দুর রহিম (৪৫) আহত হয়েছে। ১৬ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার) সকাল পৌনে বারোটার দিকে ক্যাম্প-১২ এর সাব ব্লক-জি/৭ রোহিঙ্গা বাজার এলাকায় এ হত্যাকান্ডের ঘটনা ঘটেছে। ৮ এপিবিএন এর সহকারী পুলিশ সুপার (মিডিয়া) মোঃ ফারুক আহমেদ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।

নিহত আব্দুর রহিম (৪৫) ক্যাম্প-১২ এর এইচ/৪ ব্লকের এপিজি/১ এর বাসিন্দা মৃত করিম উল্লাহ’র ছেলে।

তিনি বলেন, ১৬ ফেব্রুয়ারি বেলা পৌনে বারোটার দিকে অজ্ঞাতনামা দুষ্কৃতিকারী রোহিঙ্গা বাজারস্থ আইয়াজের ফলের দোকানের সামনে থেকে রহিমকে ডেকে নিয়ে রাস্তার উপর গুলি করে পালিয়ে যায়। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য কুতুপালং এমএসএফ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে কর্তব্যরত চিকিৎসকগন তাকে উন্নত চিকিৎসার জন্য কক্সবাজার সদর হাসপাতালে প্রেরণ করেন।

ঘটনার পরপরই ৮ এপিবিএন এর অধিনায়ক (অ্যাডিশনাল ডিআইজি) মোঃ আমির জাফর, সহ-অধিনায়ক (পুলিশ সুপার) খন্দকার ফজলে রাব্বি, ১৪ এপিবিএন এর সহ অধিনায়ক (পুলিশ সুপার) মোঃ সাইফুজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার উক্য সিং ঘটনাস্থল পরিদর্শন করে আহত হেড মাঝির খোঁজ খবর নেন। এ সময় হামলাকারীদের দ্রুত গ্রেফতার পূর্বক আইনের আওতায় আনার জন্য নির্দেশনা দেয়া হয়।

বর্তমানে ক্যাম্পে আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। একই সথে ক্যাম্প এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে বলে জানিয়েছেন ৮ এপিবিএন এর এ কর্মকর্তা।


মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

নিবন্ধনের জন্য আবেদিত
Desing & Developed BY MONTAKIM