বুধবার, ১৬ অক্টোবর ২০২৪, ০৭:৪২ পূর্বাহ্ন
বলিউডের জনপ্রিয় নায়ক সাইফ আলি খান। ক্যারিয়ারের শুরু থেকে বেশির ভাগ সময় রোমান্টিক ও কমেডি সিনেমায় কাজ করলেও খলনায়ক চরিত্রে বেশ সুনাম অর্জন করেছেন তিনি। এবার আবারও খল চরিত্রে দেখা যাবে এই অভিনেতাকে।
আজ বৃহস্পতিবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজার। প্রতিবেদনে বলা হয়, বর্তমানে আলোচনার কেন্দ্রবিন্দুতে আছেন দক্ষিণী তারকা অভিনেতা এনটিআর জুনিয়র। ‘আরআরআর’ সিনেমায় বিশ্বজোড়া সাফল্যের পর অভিনেতার পরের ছবির নিয়ে উৎসাহ আরও বেড়েছে ভক্তদের মাঝে।
তার নতুন সিনেমা ‘এনটিআর ৩০’-তে দেখা যাবে বলিউড অভিনেত্রী জাহ্নবী কাপুরকে। এতে খলনায়ক চরিত্রে বাছাই করা হয়েছে সাইফ আলি খানকে। গুঞ্জন রয়েছে, চলতি মাসের শেষ দিকে এনটিআর জুনিয়রের টিমের সঙ্গে কাজ শুরু করতে চলেছেন বলিউডের নবাব।
উল্লেখ্য, সর্বপ্রথম ২০০৬ সালে ‘ওমকারা’ সিনেমায় খলনায়ক চরিত্রে কাজ করেন সাইফ আলি খান। এ ছাড়া চলতি বছরের জুনে মুক্তি পেতে যাচ্ছে এই অভিনেতার ‘আদিপুরুষ’ সিনেমা। পরিচালক ওম রাউতের পরিচালনায় এ সিনেমাতে লঙ্কাপতির চরিত্রে দেখা যাবে বলিউডের নবাবকে। এরই মধ্যে খবর এলো ‘এনটিআর ৩০’ সিনেমায়ও খল চরিত্রে থাকছেন তিনি।
সূত্র-কালবেলা।
মন্তব্য করুন