বৃহস্পতিবার, ২১ সেপ্টেম্বর ২০২৩, ০৭:০০ অপরাহ্ন

মাদক মামলায় রোহিঙ্গাসহ চার জনের সাজা

মাদক মামলায় রোহিঙ্গাসহ চার জনের সাজা

অনলাইন বিজ্ঞাপন

ফাইল ছবি।
কক্সবাজারের টেকনাফে ৮ লাখ ইয়াবা উদ্ধারের মামলায় ৩ রোহিঙ্গাসহ চারজনকে ১৫ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। সেই সঙ্গে তাদের প্রত্যেককে দুই লাখ টাকা করে নগদ অর্থদণ্ড, অনাদায়ে আরো এক বছর করে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
বুধবার (১৫ ফেব্রুয়ারি) দুপুরে কক্সবাজার জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোহাম্মদ ইসমাঈল এ আদেশ দেন।
দণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন, ভোলা চরফ্যাশন দৌলতপুরের মৃত সোবাহান হাওলাদারের ছেলে মোহাম্মদ আলী, মিয়ানমারের মংডু আলীটানজু হাসুরাতা এলাকার আবুল বশরের ছেলে হাফিজ উল্লাহ, আকিয়াবের বুচিদং কিতার বিলের বাসিন্দা মৃত নজু মিয়ার ছেলে মোহাম্মদ জামিল ও মংডুর নারির বিলের মৃত হোসেনের ছেলে বদি আলম।
রাষ্ট্র পক্ষের আইনজীবী (পিপি) ফরিদুল আলম তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।
রায় ঘোষণাকালে আদালতে আসামিরা উপস্থিত ছিলেন।
আসামীর পক্ষে মামলা পরিচালনা করেন, এডভোকেট সাঈদ হোসেন, এডভোকেট মোহাম্মদ আলী, মইনুল আমিন।


মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

নিবন্ধনের জন্য আবেদিত
Desing & Developed BY MONTAKIM