বুধবার, ১৬ অক্টোবর ২০২৪, ০৭:০৫ পূর্বাহ্ন

কানাডার সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি ৩ শিক্ষার্থী নিহত

কানাডার সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি ৩ শিক্ষার্থী নিহত

অনলাইন বিজ্ঞাপন

ছবি-সংগ্রহীত।

 

কানাডার ম্যানিটোবায় সড়ক দুর্ঘটনায় তিন বাংলাদেশি শিক্ষার্থী নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও একজন। গতকাল মঙ্গলবার কানাডার স্থানীয় গণমাধ্যম সিবিসি নিউজের এক প্রতিবেদন থেকে এ তথ্য পাওয়া গেছে।

এতে বলা হয়, স্থানীয় সময় গত সোমবার রাত সাড়ে ১১টার দিকে টরন্টোর ৪২৭ সাউথবাউন্ড হাইওয়ে ডানডাস এক্সিটে এ ঘটনা ঘটে।

টরন্টো পুলিশের বরাত দিয়ে সিবিসি নিউজ জানায়, হতাহত চারজনই বাংলাদেশি শিক্ষার্থী। তারা শিক্ষার্থী ভিসায় টরন্টোয় অবস্থান করছিলেন। এ ছাড়া এ ঘটনায় নিহতদের মধ্যে একজন নারী রয়েছেন। তার বয়স ২০ বছর। অন্য দুজনের বয়স ১৭ থেকে ২০ বছরের মধ্যে।

প্রতিবেদনে আরও বলা হয়, চারজন যাত্রী নিয়ে একটি গাড়ি খুব দ্রুতগতিতে ৪২৭ সাউথবাউন্ড হাইওয়ে ডানডাস এক্সিটের দক্ষিণ দিকে যাচ্ছিল। এ সময় গাড়িটি একটি র‌্যাম্প ছেড়ে কংক্রিটের প্রাচীরের ওপর দিয়ে খাদে গিয়ে পড়ে যায়। পরে গাড়িটিতে আগুন ধরে যায়।

টরন্টো ফায়ার সার্ভিস জানিয়েছে, ঘটনাস্থলে গিয়ে প্রথমে গাড়িতে লাগা আগুন নেভান তারা। এরপর ভেতরে আটকে পড়াদের উদ্ধার করা হয়।

পুলিশ জানিয়েছে, নিহত ও আহতের পরিবারকে খবর দেওয়া হয়েছে।

সূত্র-কালবেলা।


মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

নিবন্ধনের জন্য আবেদিত
Desing & Developed BY MONTAKIM