বুধবার, ২৭ সেপ্টেম্বর ২০২৩, ০৭:০৬ অপরাহ্ন

শিখন কেন্দ্রে শিশুরা বুদ্ধিমত্তা ও শারীরিক বৃদ্ধি বিকাশের সুযোগ পাবে

শিখন কেন্দ্রে শিশুরা বুদ্ধিমত্তা ও শারীরিক বৃদ্ধি বিকাশের সুযোগ পাবে

অনলাইন বিজ্ঞাপন

কক্সবাজারের রামুতে বেসরকারি সংস্থা ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর অর্থায়নে বলিপাড়া নারী কল্যাণ সমিতি (বিএনকেএস) এর বাস্তবায়নে ২০ টি শিখন শিকড় কেন্দ্র চালু হয়েছে।
উপজেলার ফতেঁখারকুল, জোয়ারিয়ানালা, কচ্ছপিয়া ও গর্জনিয়া ইউনিয়নে শিশুদের জন্য এসব কেন্দ্র চালু করা হয়েছে।
প্রাথমিক পর্যায়ের আগে শিশুদের এসব কেন্দ্রে বুদ্ধিমত্তা ও শারীরিক বৃদ্ধি, সামাজিকতা সম্পর্কে শেখানো হবে। এতে খুশী সেন্টারে সুযোগপ্রাপ্ত শিশু ও অভিভাবকেরা।
সংশ্লিষ্টরা জানিয়েছেন, এসব লার্নিং সেন্টারে শিশুদের হাতেকলমে শিখানোর জন্য ফুল-ফল, জীব-জন্তু, যানবাহন সহ বিভিন্ন উপকরণ রয়েছে। উৎসবমূখর পরিবেশে নানাভাবে দৃশ্য অংকন করে সেন্টার সাজানো হয়েছে।  শিক্ষিকাদের গান, নাচ, কবিতা শিখার প্রতি শিশুরা বেশ আগ্রহী। এছাড়াও রয়েছে দোলনা, টায়ার, হামাগুড়ি দিয়ে খেলার সুব্যবস্থা।
ফতেখাঁরকুলের হাজারীকুল গ্রামের শাহেদা আক্তার নামে এক অভিভাবক জানান, যে বয়সে শিশুরা বাসায় একাকিত্ব বোধ করে এবং মোবাইল, টিভিতে আসক্ত থাকে সে বয়সে শিখন সেন্টারে শিশুরা অনেক কিছু শিখছে।
কচ্ছপিয়া ইউনিয়নের মো: রাজিব জানান, এগ্রামের অনেক গরিব পরিবারের সন্তান পড়ালেখা থেকে বঞ্চিত থাকত। এমনা পরিবারের শিশুরা শিখন শিকড় কেন্দ্রে এসে সুযোগ পাচ্ছে এটাই বড় পাওনা।
গত ১৯ জানুয়ারী, বৃহস্পতিবার এসব এলআর সেন্টার উদ্বোধন করেন ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ-এর ডেপুটি ডিরেক্টর মঞ্জু মারিয়া পালমা।
উদ্বোধনের সময় আরো উপস্থিত ছিলেন, জোয়ারিয়ানালা ইউপি চেয়ারম্যান কামাল সামসুদ্দিন আহমেদ প্রিন্স, কচ্ছপিয়া ইউপি আবু ইসমাইল মো: নোমান, স্থানীয় ইউপি মেম্বারগন, ওয়ার্ল্ড ভিশন কক্সবাজার-এর সিনিয়র ম্যানেজার রোনাল্ড প্রবীর চিসিক, রামু এপি ম্যানেজার প্রনয় এস পালমা, বিএনকেএস-এর প্রোগ্রাম ম্যানেজার শরৎ কুমার চাকমা সহ অন্যান্য কর্মীগন ও স্থানীয় গণ্যমান্যরা উপস্থিত ছিলেন।
রামু এপি ম্যানেজার প্রনয় এস পালমা বলেন,
 থেকে ৩ থেকে ৫ বছর বয়সি শিশুরা খেলাধুলার মধ্যদিয়ে প্রাক প্রাথমিক শিক্ষা অর্জন করবে এবং প্রাথমিক বিদ্যালয়ে গমনের জন্য প্রস্তুত হবে।


মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

নিবন্ধনের জন্য আবেদিত
Desing & Developed BY MONTAKIM