বুধবার, ২৭ সেপ্টেম্বর ২০২৩, ০৫:০৫ অপরাহ্ন

বিদেশ যাওয়া হলো না “সাঈদী-আজিমের” 

বিদেশ যাওয়া হলো না “সাঈদী-আজিমের” 

অনলাইন বিজ্ঞাপন

ছবি- সাঈদী-আজিমের
ওয়াহিদ রুবেল।।
কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের ঈদগাঁওতে কুয়াশাচ্ছন্ন সড়কে সিমেন্ট বাহি কাভার্ডভ্যানের সাথে ধাক্কায় মোটরসাইকেল আরোহী দুই যুবক নিহত হয়েছেন। সোমবার (১৩ ফেব্রুয়ারি) সকাল ৭টার দিকে দুই বন্ধু বান্দরবানে বেড়াতে যাবার উদ্দেশ্য বেরিয়ে ঈদগাঁও কলেজ গেইট ব্রীজ এলাকায় এ দূর্ঘটনার কবলে পড়েন তারা।
নিহতদের একজন চলতি মাসের শেষ দিকে সৌদি আরব যেতে বিমানের টিকেট ওকে দিয়েছিলন। অপরজন, মেয়াদ বাড়াতে দেয়া পার্সপোর্টটি হাতে পেলে আবার প্রবাসে যাবার প্রস্তুতি নিচ্ছেন।
নিহতরা হলেন, কক্সবাজারের ঈদগাঁও উপজেলার ঈদগাঁও ইউনিয়নের চান্দেরঘোনা কাটামোরা এলাকার মৃত আব্দুস সমদের ছেলে সৌদি প্রবাসী নুরুল আজিম (২১) ও আবুল হোসেনের ছেলে দেলোয়ার হোসেন সাঈদী (২০)।
ঈদগাঁও থানার ওসি মো. গোলাম কবির ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি বলেন, মরদেহ দুইটি অনাপত্তির ভিত্তিতে স্বজনেরা বাসায় নিয়ে গেছেন। দুর্ঘটনা কবলিত গাড়ি দুটি জব্দ করে এ নিয়ে কাজ করছে রামু তুলাবাগান হাইওয়ে পুলিশ।
ঈদগাঁও ইউনিয়নের চান্দেরঘোনা এলাকার মেম্বার মুহাম্মদ মহসিন প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে জানান, সকালে নুরুল আজিম ও দেলোয়ার হোসেন সাঈদী বান্দরবান বেড়াতে যেতে মোটরসাইকেল নিয়ে বের হন। কলেজ গেইট এলাকায় গিয়ে স্থানীয় আমিনের দোকানে রুটি-ডাল খান। সেখানেই অন্যদের সাথে বেড়াতে যাবার কথাটি আলোচনা করে প্রবাস ফেরত ও প্রবাসে যেতে প্রস্তুতি নেয়া দুই বন্ধু।
তিনি আরো জানান, নাস্তা খেয়েই দুই বন্ধু বাইক স্ট্রার্ট করে কুয়াশার ভেতর রওয়ানা দিতেই কক্সবাজারমুখী প্রিমিয়ার সিমেন্ট ভর্তি এক কাভার্ডভ্যানের (ঢাকামেট্রো-১১-৩৪১১) সাথে সজোরে ধাক্কা লেগে গাড়িসহ দুমড়ে মুচড়ে যান। এতে ঘটনা স্থলেই মারা যান তারা।
কলেজ গেইট এলাকার ব্যবসায়ী মুহাম্মদ সেলিম ও জিল্লুর রহমান বলেন, দূর্ঘটনা দেখে লোকজন ঘটনাস্থলে ছুটে আসেন। খবর পেয়ে ফোর্স নিয়ে আসেন ঈদগাঁও থানার এসআই রশিদ। দূর্ঘটনায় রাস্তার উভয়পাশে যান চলাচল আটকে যায়। প্রশাসনিক অনুমতিতে মরদেহ সরানোর পর দূর্ঘটনা কবলিত গাড়ি দূুটি সরিয়ে ঘন্টাখানেক পর যান চলাচল স্বাভাবিক হয়।
নিহতদের প্রতিবেশি সংবাদকর্মী মিছবাহ উদ্দিন জানান, নুরুল আজিম ও দেলোয়ার হোসেন সাঈদী দুই বন্ধু। দেলোয়ার হোসেন সাঈদী বিদেশ চলে যাবার জন্যে পাসপোর্টের মেয়াদ বাড়াতে দিয়েছে। সম্প্রতি নুরুল আজিম বিদেশ থেকে এসে বিয়ে করেছেন। ২৭ ফেব্রুয়ারি তার বিদেশে যাওয়ার ফ্লাইট। একটি দূর্ঘটনা দুটি পরিবারের সকল স্বপ্ন ধূলিসাৎ করে দিয়েছে।
ঈদগাঁও ইউনিয়নের চেয়ারম্যান ছৈয়দ আলম বলেন, মরদেহগুলো স্বজনরা বাসায় নিয়ে গেছে। দূর্ঘটনায় পরিবারের অনাপত্তির ভিত্তিতে তাদের মরদেহ প্রশাসনিক অনুমতিতে বিকেলে দাফন করা হবে বলে জানিয়েছে পরিবার।
রামু হাইওয়ে পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মেজবাহ উদ্দিন বলেন, খবর পেয়েছি সকাল ৮টা পর্যন্ত প্রচন্ড রকমের কুয়াশায় আচ্ছন্ন ছিল সড়কের কিছু কিছু এলাকা। দূর্ঘটনাস্থলও কুয়াশায় ঢাকা থাকায় মোটরসাইকেল ও কাভার্ডভ্যানটি মুখোমুখি হয়ে যায়। ঘটনাস্থলে গিয়ে আমরা দূর্ঘটনা কবলিত গাড়ি দুটি জব্দ করলেও মরদেহগুলো পায়নি। স্বজনরা এদের বাসায় নিয়ে গেছে বলে জেনেছি।


মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

নিবন্ধনের জন্য আবেদিত
Desing & Developed BY MONTAKIM