শুক্রবার, ২২ সেপ্টেম্বর ২০২৩, ০৬:৫২ পূর্বাহ্ন
ছবি সংগ্রহীত।
স্প্যানিশ লা লিগার চলতি মৌসুমে অলিখিত এক নিয়ম করে ফেলছে বার্সেলোনা। প্রতিপক্ষের মাঠে খেলতে নেমে জয় নিয়ে ফিরবে এক গোলের ব্যবধানে। গতকাল রোববার রাতেও সেই নিয়মের ব্যতিক্রম হয়নি। প্রতিপক্ষের মাঠে ভিয়ারিয়ালকে ১-০ গোলে হারিয়ে টানা জয়ের ডাবল হ্যাটট্রিক করল জাভি হার্নান্দেজের দল।
ম্যাচের ১৮ মিনিটে বার্সার জয়সূচক গোলটি করেন পেদ্রি। আর টানা ষষ্ঠ জয়ে ২০১৯ সালের পর এই প্রথম লিগ শিরোপা জয়ের পথে বেশ খানিকটা এগিয়ে গেল বার্সা। ২১ ম্যাচে নিকট প্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদের চেয়ে ১১ পয়েন্টে এগিয়ে গেল কাতালানরা। ২১ ম্যাচে বার্সার পয়েন্ট ৫৬। এক ম্যাচ কম খেলা রিয়ালের পয়েন্ট ৪৫।
পুরো ম্যাচে গোলের অসংখ্য সুযোগ নষ্ট করেছে বার্সেলোনা। রবার্ট লেভানদোভস্কি, রাফিনিয়া ও পেদ্রিদের সামনে চীনের প্রাচীর হয়ে দাঁড়িয়ে ছিলেন ভিয়ারিয়ালের গোলকিপার পেপে রেইনা। তবে ১৮ মিনিটে পেদ্রিকে আর আটকে রাখতে পারেননি রেইনা। লেভার অসাধারণ পাস থেকে গোল করেন এই স্প্যানিশ মিডফিল্ডার। ২০ বছর বয়সী পেদ্রির এবারের লিগে এটি ষষ্ঠ গোল।
সূত্র-কালবেলা।
মন্তব্য করুন