শুক্রবার, ২২ সেপ্টেম্বর ২০২৩, ০৮:০৮ পূর্বাহ্ন

মোনাকোর কাছে ৩-১ গোলে হারলো পিএসজি

মোনাকোর কাছে ৩-১ গোলে হারলো পিএসজি

অনলাইন বিজ্ঞাপন

ছবি সংগ্রহীত।

 

ইনজুরির কারণে ছিলেন না লিওনেল মেসি ও কিলিয়ান এমবাপ্পে। রক্ষণভাগে সার্জিও রামোস স্কোয়াডে থাকলেও ছিলেন না একাদশে। তারকা ফুটবলারদের হারিয়ে ছন্দহীন হয়ে পড়ে পিএসজি। ফলে যা হওয়ার তা-ই হলো।

মোনাকোর কাছে ৩-১ গোলে হেরে যায় ফরাসি জায়ান্টরা। বিশ্বকাপের পর আট ম্যাচে এটি পিএসজির তৃতীয় হার। অন্যদিকে এ নিয়ে টানা আট ম্যাচে অপরাজিত মোনাকো।

নিজেদের মাঠে ম্যাচের পঞ্চম মিনিটে মোনাকোর সমর্থকদের উচ্ছ্বাসে ভাসান আলেকসান্দর গোলোভিন। উইসাম বেন ইয়েদেরের পাস থেকে ডান পায়ের শটে পিএসজির জাল কাঁপান গোলোভিন। এই ধাক্কা সামলে ওঠার আগেই আরও এক গোল হজম করে পিএসজি। এবার গোলদাতা বেন ইয়েদের নিজেই।

কিছুটা গুছিয়ে ওঠে ৩৯ মিনিটে এক গোল পরিশোধ করে পিএসজি। হুয়ান বেরনাতের পাস থেকে মিডফিল্ডার ওয়ারেন জায়ার-এমেরির গোলে ব্যবধান হয় ২-১।

বিরতির ঠিক আগ মুহূর্তে ম্যাচে নিজের দ্বিতীয় ও মোনাকোর ৩ নম্বর গোলটা করেন ফরাসি স্ট্রাইকার বেন ইয়েদের। এরপর আর ঘুরে দাঁড়াতে পারেনি পিএসজি।

এ জয়ে ২৩ ম্যাচে ৪৭ পয়েন্ট নিয়ে ফরাসি লিগের পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থানে উঠে এসেছে মোনাকো। শীর্ষে থাকা পিএসজির পয়েন্ট ২৩ ম্যাচে ৫৪।

সূত্র-কালবেলা।


মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

নিবন্ধনের জন্য আবেদিত
Desing & Developed BY MONTAKIM