বৃহস্পতিবার, ০৭ ডিসেম্বর ২০২৩, ০৩:৫২ পূর্বাহ্ন
পেকুয়া প্রতিনিধি
সম্প্রতি উপজেলা পেকুয়ায় দফায় দফায় সৃষ্ট বন্যায় ক্ষতিগ্রস্থ পরিবারের মাঝে রেনেটা বাংলাদেশ লিঃ এর ঢেউটিন বিতরণ করা হয়েছে। গতকাল ১৯সেপ্টম্বর রবিবার সকাল ১০টায় পেকুয়া উপজেলা প্রসাশনের উদ্যেগে ও রেনেটা বাংলাদেশ লিঃ এর অর্থায়নে ঢেউটিন ও উপকরণ বিতরণ করা হয়। এ উপলক্ষে উপজেলা পরিষদ হল রোমে এক আলোচনা অনুষ্টিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মারুফুর রশিদ খান এর সভাপতিত্বে অনুষ্টিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রেনেটা বাংলাদেশ লিঃ এর জ্যানারেল ম্যানেজার খলিল মোসাদ্দেক। বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান শাফায়েত আজিজ রাজু, রেনেটা বাংলাদেশ লিঃ এর ম্যানেজার মিজবাউল আলম, ডিপো হেড মঈন উদ্দিন আহমেদ, উপজেলা পরিষদ মহিলা ভাইস চেয়ারম্যান লুৎফা হায়দার রনি ও পেকুয়া সদর ইউনিয়নের চেয়ারম্যান এম. বাহাদুর শাহ। উপজেলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক এম. দিদারুল করিমের সঞ্চালনায় অনুষ্টিত আলোচনা সভা শেষে আনুষ্টানিকভাবে বন্যায় ক্ষতিগ্রস্থ পরিবারের মাঝে ঢেউটিন তুলে দেন অতিথি বৃন্দ।
মন্তব্য করুন