বুধবার, ১৬ অক্টোবর ২০২৪, ০৬:৫৭ পূর্বাহ্ন

টেকনাফে ৩০ হাজার ইয়াবাসহ দুই২ মাদক পাচারকারী আটক

টেকনাফে ৩০ হাজার ইয়াবাসহ দুই২ মাদক পাচারকারী আটক

অনলাইন বিজ্ঞাপন

 

 

ওবাইদুর রহমান নয়ন/টেকনাফ

টেকনাফ কোস্ট গার্ডের অভিযানে ৩০ হাজার ইয়াবা সহ ২ জন কে আটক করেছে। গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় মায়ানমার হতে টেকনাফ সমুদ্রেপথে ইয়াবা পাচার হবে। এমন সংবাদের ভিত্তিতে ০৯ ফেব্রুয়ারি ২০২৩ আনুমানিক ০৮৪০ ঘটিকায় বাংলাদেশ কোস্টগার্ড পূর্বজোন অধিনস্থ বিসিজি স্টেশন টেকনাফ কর্তৃক মায়ানমার-টেকনাফ সীমান্ত এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন শাহপরীর দক্ষিণপাড়া হতে আনুমানিক ৩.৮ নটিক্যাল মাইল দক্ষিনে মায়ানমার সীমানা হতে সন্দেহজনক একটি ইঞ্জিনচালিত মাছ ধরার বোট বাংলাদেশ সীমানায় আসতে দেখা যায়। বোটটির গতিবিধি সন্দেহজনক মনে হলে কোস্টগার্ড সদস্য কর্তৃক থামার সংকেত দেওয়া হয়। কোস্টগার্ডের উপস্থিতি বুঝতে পেরে বোটটি দ্রুত মায়ানমার সীমানায় পালিয়ে যাওয়ার চেষ্টা করলে ঢেউয়ের মুখে পড়ে বোটে থাকা দুইজন ব্যক্তি একটি বস্তাসহ পানিতে পড়ে যায়। পরবর্তীতে কোস্টগার্ড সদস্যরা বস্তাসহ ০২ জন ব্যক্তিকে উদ্ধার করে এবং বস্তাটিতে তল্লাশি চালিয়ে ৩০,হাজার পিস ইয়াবা জব্দ করতে সক্ষম হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় তারা দুইজনই বাংলাদেশের নাগরিক এবং সেন্টমার্টিনের স্থায়ী বাসিন্দা। তারা ট্যুরিস্ট সিজনে প্রতি বছরই মায়ানমার হতে ছোট ছোট ইয়াবার চালান নিয়ে বিভিন্ন কৌশল অবলম্বন করে বাংলাদেশে নিয়ে আসে। জব্দকৃত ইয়াবা এবং আটককৃত ব্যক্তিদের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়।


মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

নিবন্ধনের জন্য আবেদিত
Desing & Developed BY MONTAKIM