বৃহস্পতিবার, ২১ সেপ্টেম্বর ২০২৩, ০৫:৪৫ অপরাহ্ন

রামুতে ৫০ হাজার ঘনফুট বালি এবং বালু ভর্তি ট্রাক জব্দ

রামুতে ৫০ হাজার ঘনফুট বালি এবং বালু ভর্তি ট্রাক জব্দ

অনলাইন বিজ্ঞাপন

ছবি-অভিযানে নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাহমিদা মুস্তফা।

 

সোয়েব সাঈদ, রামু

কক্সবাজারের রামুতে ভ্রাম্যমান আদালত অভিযান চালিয়ে আনুমানিক ৫৪৭ গাড়ি বালু জব্দ করেছে। যার পরিমান প্রায় ৫০ হাজার ঘনফুট। এসময় বালু ভর্তি একটি ট্রাক জব্দ করা হয়েছে।

বুধবার, ৮ ফেব্রুয়ারি দুপুরে রামু উপজেলার খুনিয়াপালং ইউনিয়নে বন বিভাগের ধোয়াপালং বন বিটের আওতাধিন বনাঞ্চলে এ অভিযান চালান রামু উপজেলা নির্বাহী অফিসার ফাহমিদা মুস্তফা। তবে অভিযান চলাকালে ঘটনাস্থলে কাউকে পাওয়া যায়নি।

রামু উপজেলা নির্বাহী অফিসার ফাহমিদা মুস্তফা জানান- বন বিভাগ ও আনসার ব্যাটালিয়নের সহায়তায় গোপন সংবাদের ভিত্তিতে দুটি স্পটে এ অভিযান চালানো হয়েছে।

অভিযানে ধোয়াপালং বন বিটের খুনিয়াপালং স্কুলের পাহাড় ও হরিণখাইয়া এলাকা থেকে এসব বালি ও বালি ভর্তি ট্রাক জব্দ করা হয়। এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হচ্ছে। ইউএনও আরও জানান- অবৈধভাবে বালি উত্তোলন বন্ধ ও জড়িতদের বিরুদ্ধে প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে।


মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

নিবন্ধনের জন্য আবেদিত
Desing & Developed BY MONTAKIM