বুধবার, ২৭ সেপ্টেম্বর ২০২৩, ০৭:১৪ অপরাহ্ন

ব্রিজের পাশে পড়েছিল যুবকের বেলালের নিথর দেহ

ব্রিজের পাশে পড়েছিল যুবকের বেলালের নিথর দেহ

অনলাইন বিজ্ঞাপন

ফাইল ছবি-চকরিয়া থানা।

 

 

কক্সবাজারের চকরিয়া উপজেলার বেতুয়া বাজার এলাকার ব্রিজের পাশ থেকে বেলাল উদ্দিন (৩৫) নামের এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ বুধবার সাড়ে ১২টার দিকে চকরিয়ার পূর্ব বড় ভেওলা ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

নিহত বেলাল উদ্দিন পূর্ব বড় ভেওলা ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের আনিসপাড়া গ্রামের মোহাম্মদ মজ্জানের ছেলে। তিনি পেশায় এক ডাম্পার গাড়িচালক।

পুলিশের ধারণা, দুর্বৃত্তরা গতকাল মঙ্গলবার রাতের আঁধারে তাকে কুপিয়ে হত্যা করে ব্রিজের পাশে ফেলে রেখে যায়।

নিহতের স্বজনরা জানান, গতকাল মঙ্গলবার ভোরে বেলাল স্ত্রীর জন্য মোবাইল কিনতে যান। তবে এর পর থেকে তিনি আর বাসায় ফেরেননি।

চকরিয়া থানার ওসি (তদন্ত) আব্দুল জব্বার বলেন, ‘এরই মধ্যে ঘটনাস্থল পরিদর্শন করেছি। এ ছাড়া মরদেহ থানায় আনা হয়েছে। ময়নাতদন্তের জন্য বেলালের মরদেহ কক্সবাজার সদর মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হবে।’

তিনি আরও জানান, ময়নাতদন্তের পরই হত্যার প্রকৃত কারণ জানা যাবে। এ ঘটনায় এখন পর্যন্ত পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ করা হয়নি। তবে মামলার বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।


মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

নিবন্ধনের জন্য আবেদিত
Desing & Developed BY MONTAKIM