বুধবার, ১৬ অক্টোবর ২০২৪, ০৬:৩১ পূর্বাহ্ন
কক্সবাজারের দরিয়া নগর সমুদ্র সৈকতে ভেসে আসলো অজ্ঞাত যুবকের মরদেহ। মঙ্গলবার (৭ ফেব্রুয়ারি) দুপুর বারোটার দিকে লাশের খবর পেয়ে পুলিশের একটি টিম ঘটনাস্থলে যায়। পরে মরদেহ উদ্ধার করে হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
তবে এখনো মরদেহের পরিচয় নিশ্চিত করতে পারেনি পুলিশ।
হিমছড়ি পুলিশ ফাঁড়ির ইনচার্জ হিমেল রায় তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।
হিমেল রায় বলেন, দুপুর বারোটার দিকে অজ্ঞাত একটি লাশ ভেসে আসার খবর পেয়ে আমরা ঘটনাস্থলে যায়। পরে আমাদের সিআইডি একটি টিম এসে কাজ শুরু করে। তবে মরদেহের গায়ে আঘাতের কোন চিহ্ন পাওয়া যায় নি। এখনো মরদেহ দরিয়ানগর সমুদ্র পাড়ে রয়েছে। সিআইডির তথ্য নেয়ার কাজ শেষ হলে মরদেহ উদ্ধার করে হাসপাতালের মর্গে নিয়ে যাওয়া হয়েছে।
এখনো অজ্ঞাত যুবকের পরিচয় নিশ্চিত করা যায়নি বলে জানিয়েছেন তিনি।
মন্তব্য করুন