বুধবার, ১৬ অক্টোবর ২০২৪, ০৭:১৪ পূর্বাহ্ন
ছবি-৯৯ স্পোর্টস ক্লাব উখিয়ার খেলোয়াড়। ইনসেট দুই ওপেনার হেলাল ও রুবেল।
প্রেস বিজ্ঞপ্তি:
এস.এস.সি ৯৯ ব্যাচ কক্সবাজার জেলার দুই যুগ পূর্তি উদযাপনে আয়োজিত ক্রিকেট লীগের খেলায় শক্তিশালী ওয়ারিওস ৯৯কে ১০ উইকেটে পরাজিত করেছে ৯৯ স্পোর্টস ক্লাব উখিয়া। শুক্রবার বিকেল আড়াইটায় সৈকতের শৈবাল গলফ মাঠে দিনের দ্বিতীয় ম্যাচে টসে জিতে ব্যাটিং এর সিদ্ধান্ত নেন ওয়ারিয়াস ৯৯ এর ক্যাপ্টেন এডভোকেট দিদারুল আলম রাজীব।
৯৯ স্পোর্টস ক্লাব উখিয়া দলের দুর্দান্ত বোলিংয়ে চাপের মুখে পড়ে ওয়ারিওস/৯৯ নির্ধারিত ১৫ ওভার এ ৯ উইকেট হারিয়ে ৯৩ রান সংগ্রহ করে। দলের পক্ষে এডভোকেট দিদারুল আলম রাজীব সর্বোচ্চ ২৯, ইয়াসিন আব্দুল্লাহ ১১ রান করতে সক্ষম হয়। ৯৯ স্পোর্টস ক্লাব উখিয়ার বোলার হেলাল উদ্দিন ৩টি, ওয়াহিদ রুবেল ২টি, সাইফুল (১), রাশেদ , সাইফুল (২) ও সুজন ১টি করে উইকেট লাভ করে।
৯৪ রানের জয়ের লক্ষ্যে খেলতে নেমে দুই ওপেনার হেলাল উদ্দিন এবং ওয়াহিদ রুবেল দৃঢ়তায় কোন উইকেট না হারিয়ে জয়ের লক্ষ্যে পৌঁছে যায়। হেলাল ৫১ রান, ওয়াহিদ রুবেল ২৬ রান সংগ্রহ করেন। হেলাল ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হয়।
ম্যান অব দ্যা ম্যাচের পুরস্কার তুলে দেন এস.এস.সি ৯৯ ব্যাচ কক্সবাজার জেলার প্রথম আহ্বায়ক আব্দুল মালেক জাকির।
আগামীকাল শনিবার একই মাঠে ২:৩০ মিনিটে একদিকে খেলবে ওয়ারিওস ৯৯ অপরদিকে কিংস ৯৯।
মন্তব্য করুন