মঙ্গলবার, ২১ মার্চ ২০২৩, ০৭:২৭ অপরাহ্ন
ছবি-ইয়াবাসহ আটক টমটম চালক।
টেকনাফ প্রতিনিধি:
কক্সবাজারের টেকনাফের হ্নীলায় অভিযান চালিয়ে ৭০ হাজার ইয়াবা উদ্ধার করা হয়। এ সময় শামসুল আলম (৩৫) নামে এক টমটম চালককে গ্রেফতার করা হয়।
আটক শামসুল আলম হোয়াইক্যং ইউনিয়নের কাঞ্জর পাড়ার মৃত আব্দুর রহমানের ছেলে।
বৃহস্পতিবার রাতে হ্নীলার ওয়াব্রাং রাস্তার মাথায় এলাকা থেকে তাকে আটক করা হয়। এ সময় আরো দুই মাদক ব্যবসায়ী পালিয়ে যায়।
র্যাব-১৫ এর সিনিয়র সহকারী পরিচালক (ল এন্ড মিডিয়া) অতিরিক্ত পুলিশ সুপার মো. আবু সালাম চৌধুরী তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে হ্নীলা ওয়াব্রাং রাস্তার মাথায় অভিযান চালিয়ে একটি টমটম গাড়ি তল্লাশী চালিয়ে ইয়াবাগুলো উদ্ধার করা হয়। ইয়াবা ব্যবসার সাথে জড়িত থাকার অভিযোগ চালক শামসুল আলমকে গ্রেফতার করা হয়।
এসময় আরো ২ জন মাদক কারবারী পালিয়ে যেতে সক্ষম হয়।
উদ্ধারকৃত মাদক ও ধৃত আসামীদের টেকনাফ মডেল থানায় সোর্পদ করা হয়েছে বলে জানান র্যাবের এ কর্মকর্তা।
মন্তব্য করুন