বৃহস্পতিবার, ২১ সেপ্টেম্বর ২০২৩, ০৭:১১ অপরাহ্ন

মিয়ানমারে বাড়ানো হলো জরুরি অবস্থা

মিয়ানমারে বাড়ানো হলো জরুরি অবস্থা

অনলাইন বিজ্ঞাপন

ছবি: জান্তা প্রধান মিন অং হ্লাইং

 

মিয়ানমারের জাতীয় প্রতিরক্ষা ও নিরাপত্তা পরিষদ দেশটির জরুরি অবস্থার মেয়াদ আরো ছয় মাস বাড়ানোর বিষয়ে সম্মত হয়েছে। স্থানীয় সময় বুধবার রাষ্ট্রীয় টিভিতে দেশটির ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট মিন্ত সোয়ে জরুরি অবস্থার মেয়াদ বাড়ানোর ঘোষণা দেন। সেনাবাহিনী অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতা দখলের পর এই জরুরি অবস্থা জারি করা হয়েছিল।

২০২১ সালের ফেব্রুয়ারিতে সেনাবাহিনী অং সান সু চির সরকার পতন ঘটায়। এরপর ক্ষমতা দখল করে জান্তা সরকার জরুরি অবস্থার মেয়াদ বাড়াতেই থাকে। আর অভ্যুত্থানে ক্ষমতা দখলের পূর্তিতে জান্তা আবারও সময় বাড়াল। ১ ফেব্রুয়ারি থেকে শুরু করে আরো ছয় মাসের জন্য বাড়বে জরুরি অবস্থার মেয়াদ।

মিয়ানমারের ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট মিন্ত সোয়ে এমআরটিভি-তে সম্প্রচারিত বৈঠকে বলেছেন, ‘যদিও সংবিধানের ৪২৫ ধারা অনুযায়ী, জরুরি অবস্থা কেবল দুইবার মঞ্জুর করা যায়, কিন্তু বর্তমানে অন্যরকম পরিবেশ-পরিস্থিতি বিরাজ করছে। ফলে জরুরি অবস্থা আরো ছয় মাসের জন্য বাড়ানো যায়।’ তিনি আরো বলেন, ‘রাষ্ট্রের সার্বভৌম ক্ষমতা আবার কমান্ডার ইন চিফের কাছে হস্তান্তর করা হয়েছে।’

এর আগে সামরিক জান্তা সরকার চলতি বছরের অগাস্টে নির্বাচন করার প্রতিশ্রুতি দিয়েছিল। নির্বাচনে অংশ নিতে যোগ্য হতে রাজনৈতিক দলগুলোকে কঠোর শর্তও বেঁধে দেয় তারা। তবে নির্বাচনের তারিখ ঘোষণা করেনি।

সূত্র : এনডিটিভি, কালেরকণ্ঠ


মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

নিবন্ধনের জন্য আবেদিত
Desing & Developed BY MONTAKIM