বৃহস্পতিবার, ০৭ ডিসেম্বর ২০২৩, ০৩:৪৩ পূর্বাহ্ন
পেকুয়া প্রতিনিধি ॥
পেকুয়ায় মালিকানাধীন জায়গা প্রভাবশালীদের দখল করার পাঁয়তারার গুরুতর অভিযোগ উঠেছে। ভুক্তভুগী ঘটনার প্রতিকার চেয়ে থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন বলে জানিয়েছেন। ঘটনাটি ঘটেছে উপজেলার টইটং ইউনিয়নের হাজ¦ী বাজার এলাকায়। অভিযোগ সূত্রে জানা যায়, টইটং ইউনিয়নের মুছা কলিম উল্লাাহ’র পুত্র মকছুদুর রহমানের পৈত্রিক সম্পত্তি সুত্রে পাওয়া সোনাছড়ি মৌজার বি.এস খতিয়ান নং-১৩, বি.এস দাগ নং-১১৮২দাগাধীর আন্দরে ৭শতক জায়গা দীর্ঘ বছর যাবৎ শান্তিপূর্ন ভাবে ভোগ করিয়া আসিতেছে। সম্প্রতি স্থানীয় কূচক্রী ও ভূমি দস্যু ছৈয়দ নুরের পুত্র নজরুল ইসলাম ও আবু ছৈয়দের পুত্র নাছির উদ্দিন একদল ভাড়াটিয়া সন্ত্রাসীদল গঠন করে ভূমি দস্যুরা ভুক্তভোগী মকছুদুর রহমানের দখল স্বত্বীয় দোকান ঘরের উপর লোলুপ দৃষ্টি ফেলে জবর দখলের পাঁয়তারা চালান। এবিষয়ে কক্সবাজার ম্যাজিষ্ট্রেট আদালতে একটি মামলা দায়ের করেন যার মামলা নং ৫১৫/১৫। এরই বিত্তিতে আদালত ওই বিরুধীয় জায়গার উপর নিষেদাজ্ঞা জারী করেন। এব্যাপারে পেকুয়া থানায় স্থানীয় গন্যমান্যদের উপস্থিতিতে দফায় দফায় বেশ কয়েকবার সালিশী বেঠকও হয়েছিল। আইনের প্রতি কোন তোয়াক্কা না করে নিষেদাজ্ঞা অমান্য করে গত কয়েকদিন ধরে স্থানীয় বিএনপি’র নামধারী ক্যাডার ও প্রভাবশালী চক্র একদল সশস্ত্র সন্ত্রাসী ওই ভোগ দখলীয় দোকানঘর নির্মান কাজ শুরু করা চেষ্টা আব্যাহত রেখেছে। খবর পেয়ে বিরোধীয় জায়গার পৈত্রিক সম্পত্তির মালিক মকছুদুর রহমান গং ঘটনাস্থলে গিয়ে তাদের বাঁধা দেন ও বিষয়টির প্রতিকার চেয়ে থানায় লিখিত এজাহার দায়ের করেন। এ রিপোর্ট লিখা পর্যন্ত গত শনিবার সকালে অভিযোগের সুত্র ধরে পেকুয়া থানা এস আই জুয়েল ঘটনাস্থল পরিদর্শন করে বিষয়টির তদন্ত ও শালিষী বৈঠকের মাধ্যমে সমঝোতা না হওয়া পর্যন্ত স্থিতিবস্থা বজায় রাখার জন্য দু’পক্ষকেই নির্দ্দেশ দিয়েছেন বলে জানা গেছে।
মন্তব্য করুন