বৃহস্পতিবার, ২১ সেপ্টেম্বর ২০২৩, ০৫:১২ অপরাহ্ন
ওবাইদুর রহমান নয়ন, টেকনাফ
কক্সবাজারের টেকনাফ বাহারছড়া ইউপির দক্ষিণ শিলখালী চৌকিদার পাড়া এলাকার গহীন পাহাড়ে জ্বালানী কাঠ সংগ্রহ করতে গিয়ে অস্ত্রধারী সন্ত্রাসীদের হাতে অপহৃত হন স্থানীয় দুই যুবক। পরে তাদের উদ্ধার করেছে পুলিশ।
অপহৃত যুবক, ওই ইউনিয়নের চৌকিদার পাড়া এলাকায় নুরুল আমিনের ছেলে রহমত উল্লাহ (২৫) ও আলী আকবর এর ছেলে আব্দুল হাফিজ।
২৯ জানুয়ারি, রবিবার রাতে গণমাধ্যমে এ তথ্য নিশ্চিত করেন টেকনাফ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি)মোঃ আব্দুল হালিম।
ওসি জানান, অপহরণের খবর পেয়ে স্থানীয় মেম্বার, কমিউনিটি পুলিশের সদস্য ও চৌকিদারসহ লোকজন নিয়ে কয়েক ঘন্টার রুদ্ধশ্বাস অভিযান পরিচালনা করে তাদের উদ্ধার করা হয়। তাদের প্রাথমিক চিকিৎসা সেবা দিয়ে পরিবারের কাছে তুলে দেয়া হয়।
মন্তব্য করুন