বুধবার, ২৭ সেপ্টেম্বর ২০২৩, ০৫:৩৩ অপরাহ্ন

গ্রেফতার এড়াতে কক্সবাজারে অবস্থান নেয় তারা

গ্রেফতার এড়াতে কক্সবাজারে অবস্থান নেয় তারা

অনলাইন বিজ্ঞাপন

।।শাহেদ ফেরদৌস হিরু।।

কক্সবাজার শহরের কলাতলী জিনিয়া রিসোর্ট থেকে মোটরসাইকেল চোর চক্রের পাঁচ সদস্যকে গ্রেফতার করেছে কক্সবাজার জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ সময় তাদের কাছ থেকে চোরাইকৃত একটি মোবাইল ফোন উদ্ধার করা হয়।

 

রবিবার ২৯ জানুয়ারি ভোর ৪টার দিকে কলাতলী জিনিয়া রিসোর্ট থেকে তাদেরকে আটক করা হয়।

 

আটককৃত আসামীরা হলেন, নোয়াখালী সোনাইমুড়ি কাছারিবাজার পৃুর্ব আবু তারার মৃত সোলেমান মানুর ছেলে আহসান হাবিব (২০), নোয়াখালী বেগমগঞ্জ টিপিবটিকা আলাদী নগর এলাকার মাহাবুব আলমের ছেলে নাজমুল হাসান প্রকাশ বিনয় (২২), নোয়াখালী চাটখিল টবগা ছয় আনী এলাকার নূর নবীর ছেলে রাকিব হোসেন রানা (২৪), খিলপাড়া নোয়াখালী চাটখিল খিলপাড়া মোঃ আলীর ছেলে শাহ ইমরান প্রকাশ শান্ত (১৮) ও নোয়াখালী চাটখিল টবগা ছয় আনী এলাকার বাবলুর ছেলে বাদল হোসেন (২০)।

 

রবিবার রাত পৌনে দশটার দিকে তাদের আটকের বিষয়টি নিশ্চিত করেছেন কক্সবাজার জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) অফিসার ইনচার্জ আহমেদ নাসির উদ্দিন মোহাম্মদ।

 

ওসি জানান, গোপন সংবাদের ভিত্তিতে কক্সবাজার জেলা গোয়েন্দা পুলিশের একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে শহরের কলাতলীস্থ জিনিয়া রিসোর্ট থেকে তাদের আটক করা হয়। এ সময় চোরাইকৃত একটি এ্যান্ড্রয়েড মোবাইল ফোন জব্দ করা হয়।

 

আটককৃতরা নোয়াখালী জেলা পুলিশের অব্যাহত অভিযানের কারণে গা’ ঢাকা দিতে কক্সবাজার শহরে অবস্থান করছে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।

 

আটককৃতদের জিজ্ঞাসাবাদ শেষে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য নোয়াখালী জেলার সোনাইমুড়ী থানায় (একটি মামলা নং-০৬) হস্তান্তর করা হয়।


মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

নিবন্ধনের জন্য আবেদিত
Desing & Developed BY MONTAKIM