শুক্রবার, ২২ সেপ্টেম্বর ২০২৩, ০৭:৫১ পূর্বাহ্ন

টেকনাফে ভাইয়ের হাতে ভাই খুন!

টেকনাফে ভাইয়ের হাতে ভাই খুন!

অনলাইন বিজ্ঞাপন

 

।।মো. আরাফাত সানি, টেকনাফ।।

কক্সবাজার টেকনাফের জমি বিরোধ- পূর্ব শত্রুতা জেরে সংঘর্ষের ঘটনায় একই পরিবারের তিনজন গুরুতর আহত হয়েছেন। পরে স্থানীয়রা উদ্ধার করে রক্তাক্ত অবস্থায় টেকনাফ হাসপাতালে নিয়ে গেলে প্রাথমিক চিকিৎসা শেষে আশঙ্কাজনক অবস্থায় দু’জনকে কক্সবাজারে রেপার করে। কক্সবাজার যাওয়ার পথে একজন মৃত্যু হয়।

শনিবার (২৮ জানুয়ারী) বিকেল সাড়ে পাঁচটার সাবরাং ইউপি শাহপরীর দ্বীপ ৮নং ওয়ার্ড উত্তর পাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত ব্যক্তি একই এলাকার মৃত মকবুল আহমদের পুত্র মোহাম্মদ হোসেন।

নিহতের স্ত্রী আম্বিয়া খাতুন জানান, জমি বিরোধের জেরে দীর্ঘদিন ধরে আমার স্বামীর আপন ভাই মোহাম্মদ ইউনুস (প্রকাশ) হপ্পি ইউনুস এর সাথে বিরোধ চলছিল। এ নিয়ে আমার স্বামী হোসেন স্থানীয় ভাবে সালিশ করার পরও সমাধান না পেয়ে। টেকনাফ থানায় অভিযোগ করেছিল এর উপর ক্ষিপ্ত হয়ে তারস আমার বাড়ির সামনে দোকানে এসে ইউনুস (প্রকাশ) হপ্পি ইউনুচ তার ছেলে ওসমানসহ আরো অজ্ঞাত নামা ৮ /১০ দা,কিরিচ, লাঠি ইত্যাদি নিয়ে পরিকল্পিতভাবে বেধড়ক মারধর করে আমার স্বামীকে হত্যা করে। আমি আমার স্বামী হত্যাকারীদের প্রশাসনের নিকট সুষ্ঠু বিচার চাই। এমনকি আমার ছেলে দেলোয়ার বর্তমানে আশঙ্কাজনক অবস্থায় মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে।

স্থানীয় ইউপি সদস্য রেজাউল করিম রেজু জানান- আজ সারাদিন আমি কর্মসৃজন প্রকল্পের কাজে পরিষদে ব্যস্ত ছিলাম। যতটুকু জানি তাদের দুই ভাইয়ের মধ্যে দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ চলে আসছিল। এমনকি শাহপরীর দ্বীপ পুলিশ ফাঁড়িতে তাদের বিচার চলমান রয়েছে। মূলত ওই ঘটনার জের ধরে দু’পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনায় তিনি নিহত হয়।

টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হালিম জানান, জমি বিরোধের জেরে দুই ভায়ের পরিবারের মধ্যে সংঘর্ষের ঘটনায় মো. হোসেন নাম একজন নিহত হয়। তবে হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেপ্তারের জন্য আমাদের অভিযান চলমান রয়েছে। তবে পরিবারের পক্ষ থেকে মামলা করা হয় নি।


মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

নিবন্ধনের জন্য আবেদিত
Desing & Developed BY MONTAKIM