মঙ্গলবার, ২১ মার্চ ২০২৩, ০৭:৩৩ অপরাহ্ন

বকেয়া টাকা চাওয়ায় দোকানিকে মারধরের অভিযোগ

বকেয়া টাকা চাওয়ায় দোকানিকে মারধরের অভিযোগ

অনলাইন বিজ্ঞাপন

 

রামু প্রতিনিধি

রামুতে দোকানের বকেয়া টাকা চাওয়ায় মুদি দোকানদারকে পিটিয়ে হাঁড় ভেঙ্গে দেয়ার অভিযোগ পাওয়া গেছে। হামলার শিকার সাইফুল ইসলাম বাদল (৪৫) রামু উপজেলার ফতেখাঁরকুল ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের পশ্চিম মেরংলোয়া গ্রামের নজিবুল আলমের ছেলে। এ ঘটনায় তিনি কক্সবাজার সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলা দায়ের করেছেন। ২৩ জানুয়ারি ভোরে এ ঘটনা ঘটে।

আহত সাইফুল ইসলাম বাদলের ছোট ভাই শওকত আলম জানান- হামলাকারিদের বেপরোয়া মারধরে সাইফুল ইসলামের পিঠের হাঁড় ভেঙ্গে গেছে। এছাড়া শরীরের বিভিন্নস্থানে অসংখ্য আঘাতের চিহ্ন রয়েছে। তিনি আরো জানান- এ ঘটনার পর থেকে হামলাকারিরা মারধরের ঘটনা আড়াল করতে মরিয়া হয়ে উঠেছে। স্থানীয় কুচক্রী মহলের সহায়তায় উল্টো তার ভাই ও তাকে (শওকত) গরু চোর সাজিয়ে থানায় মিথ্যা অভিযোগ দিয়ে হয়রানির অপচেষ্টা চালাচ্ছে। এছাড়া থানা বা কোর্টে মামলা করলে হামলাকারি তাহেরা বেগম মিথ্যা নারী নির্যাতন মামলা দায়ের করারও হুমকী দিচ্ছে।

এদিকে বর্বরোচিত এ হামলার ঘটনায় বৃহষ্পতিবার, ২৩ জানুয়ারি কক্সবাজার সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত-৪ এ সিআর মামলা দায়ের করেছেন হামলায় গুরুতর আহত সাইফুল ইসলাম বাদল। বিজ্ঞ আদালত রামু থানার অফিসার ইনচার্জ (ওসি)কে মামলাটি তদন্তপূর্বক প্রতিবেদন দেয়ার নির্দেশ দিয়েছেন।


মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

নিবন্ধনের জন্য আবেদিত
Desing & Developed BY MONTAKIM