মঙ্গলবার, ২১ মার্চ ২০২৩, ০৮:০৯ অপরাহ্ন

সৌদিআরবে ছাদ থেকে পড়ে রাশেদের করুন মৃত্যু

সৌদিআরবে ছাদ থেকে পড়ে রাশেদের করুন মৃত্যু

অনলাইন বিজ্ঞাপন

ছবি- জামান মোঃ ইমাম রাশেদ মামুন ও তার সন্তান।

সোয়েব সাঈদ, রামু

সৌদি আরবে ৩ তলা ভবনের ছাদ থেকে পড়ে প্রাণ হারিয়েছেন রামুর জামান মোঃ ইমাম রাশেদ মামুন (২৯)। তিনি কক্সবাজারের রামু উপজেলার ফতেখাঁরকুল ইউনিয়নের পূর্ব মেরংলোয়া গ্রামের আশরাফজামানের ছেলে। মঙ্গলবার (২৪ জানুয়ারি) বাংলাদেশ সময় বিকাল ৪ টায় সৌদি আরবের মক্কা নগরীতে এ দূর্ঘটনা ঘটে।

নিহত মামুন ২ সন্তানের জনক। মৃতদেহ দেশে আনা হবে কিনা এ নিয়ে বুধবার রাত পর্যন্ত পারিবারিকভাবে সিদ্ধান্তহীনতায় রয়েছে। এদিকে বাবাকে শেষ বারের মতো দেখার আকুতি জানিয়ে সামাজিক মাধ্যমে একটি ভিডিও শেয়ার করেছেন নিহত মামুনের দুই শিশু ওয়ারিশা আওয়াদ ইউহি (৯) ও আশফাক জামান ইলহাম (৪)।

জানা গেছে- নিহত মামুন মঙ্গলবার সৌদি আরবে নির্মাণাধিন ৩ তলা ভবনের কাজ শেষ করে মালিককে বুঝিয়ে দিচ্ছিলেন। ছাদ পরিমাপকালে অসাবধানতাবশত পা পিছলে ৩ তলার ছাদ থেকে নিচে পড়ে যান। এতে মাথা ও শরীরে গুরুতর জখমপ্রাপ্ত হন মামুন। পরে হাসপাতালে নিয়ে গেলে কর্তৃব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।

মামুনের নিকটাত্মীয় গোলাম মোস্তফা বাবুল জানান- বুধবার রাত পর্যন্ত মৃতদেহ দেশে আনার বিষয়ে সিদ্ধান্ত চ‚ড়ান্ত হয়নি। তবে তার দুই শিশু সন্তানের বিষয়টি বিবেচনা করে সিদ্ধান্ত নেয়া হবে।

পারিবারিক সূত্রে জানা গেছে- মামুন দীর্ঘ ৮/৯ বছর ধরে জীবিকার তাগিদে সৌদি আরবে ছিলেন। মৃত্যুকালে তিনি এক ছেলে এক মেয়ে, মা-বাবা, ভাই-বোনসহ অসংখ্য আতœীয় স্বজন রেখে গেছেন। তাঁর মৃত্যুতে এলাকায় শোকাবহ পরিবেশ বিরাজ করছে।


মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

নিবন্ধনের জন্য আবেদিত
Desing & Developed BY MONTAKIM