সোমবার, ০৭ অক্টোবর ২০২৪, ০২:২২ পূর্বাহ্ন

পেকুয়ায় ইংলিশ ল্যাঙ্গুয়েজ ক্লাবের যাত্রা শুরু

পেকুয়ায় ইংলিশ ল্যাঙ্গুয়েজ ক্লাবের যাত্রা শুরু

অনলাইন বিজ্ঞাপন

ছবি-ইংলিশ ল্যাঙ্গুয়েজ ক্লাবে প্রধান অতিথি ছিলেন পেকুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা পূর্বিতা চাকমা।

পেকুয়া প্রতিনিধি,

কক্সবাজারের পেকুয়ার শিলখালী উচ্চ বিদ্যালয়ে ইংলিশ ল্যাঙ্গুয়েজ ক্লাবের যাত্রা শুরু হয়েছে। ১৯ জানুয়ারি ( বৃহস্পতিবার) দুপুরে বিদ্যালয়ের হলরুমে প্রধান অতিথি থেকে ক্লাবের উদ্বোধন করেন পেকুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পূর্বিতা চাকমা।

প্রধান শিক্ষক মোহাম্মদ ইব্রাহিমের সভাপতিত্বে অনুষ্ঠিত  উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহকারী অধ্যাপক কাইছার কবির, পেকুয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জাহিদুল ইসলাম, পেকুয়া উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার কার্যালয়ের একাডেমিক সুপারভাইজার উলফাত জাহান চৌধুরী, শিলখালী উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি বেলাল উদ্দিন আহমদ, প্রথম আলোর সাংবাদিক এস এম হানিফ, চট্টগ্রাম ক্যান্টনমেন্ট পাবলিক স্কুলের জ্যেষ্ঠ শিক্ষক বেলাল উদ্দিন, শিলখালী উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য সরওয়ার আলম ও আসহাব উদ্দিন।


মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

নিবন্ধনের জন্য আবেদিত
Desing & Developed BY MONTAKIM