বুধবার, ১৬ অক্টোবর ২০২৪, ০৮:০২ পূর্বাহ্ন

‘রোনালদো আমার বন্ধু

‘রোনালদো আমার বন্ধু

অনলাইন বিজ্ঞাপন

 

স্প্যানিশ সুপার কাপ খেলতে এখন সৌদি আরবে অবস্থানে করছে রিয়াল মাদ্রিদ। সে দেশেরই ক্লাব আল নাসরে যোগ দেওয়ায় মরুর বুকে আগে থেকেই আছেন ক্রিশ্চিয়ানো রোনালদো। রিয়াল মাদ্রিদের এই দলের অনেক খেলোয়াড় রোনালদোর একসময়ের সতীর্থ। আবার রিয়ালের বেশ কয়েকজন তরুণ খেলোয়াড় রোনালদোকে নিজের আদর্শ হিসেবে মানেন।

রিয়াল মাদ্রিদের অনুশীলনে গিয়ে সাবেক সতীর্থদের সঙ্গে তাই দেখা করেছেন পর্তুগিজ তারকা। রোনালদোকে পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন ভিনিসিয়ুস জুনিয়র, রদ্রিগোরা। সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করেছেন ছবি। তবে রোনালদোর সঙ্গে দেখা করেননি করিম বেনজিমা। তাতেই শুরু হয়েছে কানাঘুষা। স্থানীয় সংবাদমাধ্যমগুলো এটা নিয়ে নেতিবাচক কথাও ছড়িয়েছে।

২০০৯ থেকে ২০১৮ পর্যন্ত লস ব্লাংকোদের হয়ে একসঙ্গে খেলেছেন রোনালদো ও বেনজিমা। কাঁধে কাঁধ রেখে রিয়াল মাদ্রিদকে অনেক ম্যাচ জিতিয়েছেন। সেই বন্ধুর সঙ্গে কেন দেখা করেননি তার কারণ জানিয়েছেন বেনজিমা। ফরাসি এই স্ট্রাইকার বলেছেন, ‘সে (রোনালদো) আমাদের অনুশীলনে এসেছিল; কিন্তু আমাদের বন্ধুত্ব প্রদর্শনের জন্য ছবি তোলার দরকার নেই। এই ছবি আসলে ইনস্টাগ্রাম আর টুইটারের জন্য।’

অনুশীলনে ব্যস্ত থাকায় রোনালদোর সঙ্গে দেখা করতে পারেননি বলে জানিয়েছেন বেনজিমা, ‘তাকে হ্যালো বলতে আমার যথেষ্ট সময় ছিল না। আশা করি, ফাইনাল ম্যাচে তার সঙ্গে দেখা এবং কথা হবে। আশা করছি সে এখানে ভালো আছে এবং নিয়মিত গোল করেই যাবে এবং পার্থক্য গড়ে দেবে।

সূত্র-কালেরকণ্ঠ


মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

নিবন্ধনের জন্য আবেদিত
Desing & Developed BY MONTAKIM