শুক্রবার, ২২ সেপ্টেম্বর ২০২৩, ০৭:১২ পূর্বাহ্ন
ছবি -স্বাস্থ্যমন্ত্রী ও অন্যান্য অতিথিরা।
।।বিশেষ প্রতিবেদক।।
স্বাস্থ্য ও পরিবার কল্যান মন্ত্রী জাহিদ মালেক এমপি বলেছেন, কক্সবাজারের বর্তমানে ২৫০ বেডের জেলা সদর সরকারি হাসপাতাল থাকলেও সেখানে ৬০০ থেকে ৭০০ রোগী প্রতিদিনই চিকিৎসা সেবা নিচ্ছে। পর্যাপ্ত জায়গা না থাকায় অনেক রোগী ফ্লোরেও চিকিৎসা সেবা নিচ্ছেন। এর সাথে যোগ হয়েছে রোহিঙ্গা। সবকিছু বিবেচনায় এনে কক্সবাজার জেলা সদর হাসপাতালকে আড়াইশ থেকে বাড়িয়ে ৫০০ শয্যা হাসপাতাল করা হবে। এর পাশাপাশি এই হাস্পাতালে ডায়ালাইসিস সেবাও চালু করা হবে।
বৃহস্পতিবার (১২ জানুয়ারি) দুপুরে বাংলাদেশ সরকার ও ইউএনএইচসিআর-এর যৌথ উদ্যোগে কক্সবাজার জেলা সদর হাসপাতালের নবনির্মিত আধুনিক বর্হির্বিভাগ ডা. আব্দুর নুর বুলবুল ভবন এর উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেছেন।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, কক্সবাজারে নতুন করে জমি পাওয়া অনেক কঠিন। বর্তমান তিন তলা বিশিষ্ট হাসপাতালকে ১০ তলা ভবন হাসপাতালে পরিণত করতে পারলে পর্যটকসহ স্থানীয় ২৮ লাখ মানুষের সেবার মান বহুগুণ বৃদ্ধি পাবে। এক্ষেত্রে বিদেশী সাহায্য পাওয়া না গেলেও সরকারিভাবেই এই উন্নয়ন কাজটি করা হবে বলে জানান মন্ত্রী।
কক্সবাজার জেলা সদর হাসপাতালের ব্যাবস্থাপনা কমিটির সভাপতি ও কক্সবাজার-৩ আসনের সাংসদ সাইমুম সরওয়ার কমল সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন স্বাস্থ্য সেবা বিভাগের সচিব ড. আনোয়ার হোসেন হাওলাদার। ইউএনএইচসিআর কক্সবাজারের হেড অব অপারেশন ইউকো আকাসাকা, স্বাস্থ্য সেবা বিভাগের অতিরিক্ত সচিব নাজমুল হাসান, কক্সবাজার জেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট ফরিদুল ইসলাম চৌধুরী, কক্সবাজার জেলা সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক মোমিনুর রহমান, কক্সবাজারের সিভিল সার্জন ড. মাহাবুবুর রহমানসহ অন্যান্যরা।
মন্তব্য করুন