ফাইল ছবি।
নতুন বছরের শুরুতে ইয়াবা পাচারের আরো একটি মামলায় মিয়ানমারের ছয় নাগরিককে ১০ বছর করে কারাদণ্ড দিয়েছেন কক্সবাজার জেলা দায়রা ও জজ মোহাম্মদ ইসমাইল এর আদালত। একই সঙ্গে তাদেরকে ১০ হাজার টাকা করে অর্থদণ্ড অনাদায়ে আরও এক বছরের কারাদণ্ডের আদেশ দেয়া হয়।
বুধবার (১১ জানুয়ারি) দুপুরে এ আদেশ দেন আদালত।
সাজাপ্রাপ্তরা হলেন, মিয়ানমারের আকিয়াব শহরের চওনা বরুয়া, তারাইংনা শহরের লাম সিং, আকিয়াবের মং সা, চওনা, মং চেতে, উয়া নাই।
কক্সবাজার জেলা দায়রা ও জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) ফরিদুল আলম তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।
পিপি বলেন, ২০১৮ সালের ১ মার্চ টেকনাফের সেন্টমার্টিনের নিকটবর্তী সাগর থেকে তিন লাখ ইয়াবাসহ মিয়ানমারের ছয় নাগরিককে আটক করেছিল কোস্টগার্ড সদস্যরা। এ ঘটনায় কোস্টগার্ড কর্মকর্তা খলিলুর রহমান টেকনাফ থানায় মামলা করেন। মামলার সাক্ষ্য ও যুক্তিতর্ক শেষে বুধবার বিচারক রায় দেন।
মন্তব্য করুন